দিনাজপুরের বিরলে বাংলাদেশ জামায়াত ইসলামীর বিজয় দিবসের বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিশাল র্যালীটি বিরল বাজার থেকে শুরু করে থানা মোড় পার হয়ে উপজেলা পরিষদ চত্ত্বর প্রদক্ষিণ করে আবার বিরল বকুলতলা মোড় এসে আলোচনা ও দোয়ার মাধ্যমে শেষ হয়।এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা শাখার তালীমুল কুরআন ও ওলামা বিভগের সেক্রেটারি এবং দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের মনোনীত প্রার্থী একেএম আফজালুল আনাম, বিরল উপজেলা শাখার আমীর হাফেজ মা. আব্দুর রশিদ, সেক্রেটারি আজমীর হোসাইন, শ্রমিক কল্যাণ ফেডারেশন বিরল উপজেলা শাখার সভাপতি নাজমুল ইসলাম ও অন্যান্য নেতৃবৃন্দ।