গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আয়োজনে ১৮ ডিসেম্বর ২০২৪ইং, ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস ২০২৪ উদযাপন অনুষ্ঠানে এক সাথে দুই বছরের জন্য দুইটি সিআইপি পদকে সম্মানীত হয়েছেন কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের কৃতি সন্তান সর্বোচ্চ রেমিট্যান্স যুদ্ধা দুবাই প্রবাসী মাওলানা মোঃ জয়নাল আবেদীন সিআইপি।তাহাকে এক সাথে ২০২৩ ও ২০২৪ সালের ডাবল সিআইপি পদক সম্মাননা তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি আইন বিচার এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব, ড. আসিফ নজরুল। বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। মাওলানা মোঃ জয়নাল আবেদীন সিআইপি ইতপূর্বেও বাংলাদেশ সরকার থেকে সিআইপি পদক লাভ করেন।মাওলানা মোঃ জয়নাল আবেদীন সিআইপি’র এই অর্জনে চকরিয়াবাসী আনন্দিত ও গর্বিত। চকরিয়া তথা জেলার ইতিহাসে এটিই প্রথম এক সাথে ডাবল সিআইপি সম্মাননা অর্জন। আল্লাহ আপনার আরো উত্তরোত্তর সমৃদ্ধি ও সফলতা দান করুক। চকরিয়াবাসীর সম্মান আরো উজ্জল হোক।