রংপুরের মিঠাপুকুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র এক সুধী সমাবেশ গতকাল রাতে স্থানীয় হুলাশুগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। ভাংনী ইউনিয়ন বিএনপির আহবায়ক মাহবুব রহমানের সভাপতিত্বে উক্ত কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকু।বিশেষ অতিথি ছিলেন রংপুর জেলা বিএনপির সদস্য সাজেদুর রহমান রানা, মিঠাপুকুর উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক গোলাম রাব্বানী, সদস্য সচিব মোতাহারুল ইসলাম নিক্সন পাইকার, সিনিয়র যুগ্ন আহবায়ক শামিনুর রহমান শামীম,সুধীবৃন্দের পক্ষে সাদী মাষ্টার প্রমুখ।সভায় নেতৃবৃন্দ ফ্যাসিষ্ট আওয়ামীলীগ হাসিনা সরকারের বিভিন্ন অপকর্ম দুর্নীতির ফিরিস্তি তুলে ধরে দলমত নির্বিশেষে সকলকে জাতীয়তাবাদী দল (বিএনপি)-র পতাকাতলে সমমবেত হওয়ার আহব্বান জানিয়ে আগামী নির্বাচনে জাতীয়তাবাদী দলের সরকার গঠনের লক্ষ্যে একযোগে কাজ করার আহব্বান জানান।অপরদিকে আরো একটি কর্মী সভা গতকাল বলদিপুকুর মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। পায়রাবন্দ ইউনিয়ন বিএনপির নেতা আঃ রউফের সভাপতিত্বে উক্ত কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিঠাপুকুর উপজেলা বিএনপির যুগ্ন-আহবায়ক ফৌজিয়া ইয়াসমিন কনা।প্রধান বক্তা ছিলেন মিঠাপুকুর উপজেলা বিএনপির যুগ্ন-আহবায়ক হযরত আলী। বিশেষ অতিথি ছিলেন মিঠাপুকুর উপজেলা মহিলা দলের নেত্রী রাজিয়া সুলতানা প্রমুখ।