ঘণকুয়াশার কারণে রাতে আবার আরিচা-কাজিরহাট ও দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচলা বন্ধ রয়েছে।
বংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) আরিচা আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ জানান, নৌপথের দুর্ঘটনা এড়াতে সোমবার দিবাগত রাত ১২:৪০ ঘটিকা থেকে আরিচা-কাজিরহাট এবং রাত ২:১০ ঘটিকা হতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচলা বন্ধ রাখা হয়েছে।
তিনি জানান, এসময় আরিচা-কাজিরহাট নৌরুটের যমুনার মাঝ নদীতে ফেরি শাহ আলী এবং আরিচা ঘাটে ফেরি রুহুল আমিন, বেগম রোকেয়া ও বেগম সুফিয়া কামাল যাত্রী ও যানবাহন বোঝাই করে নোঙর করে রয়েছে।
এদিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে পদ্মার মাঝ নদীতে ফেরি বীর শ্রেষ্ঠ জাহাঙ্গীর, খানজাহান আলী, এনায়েতপুরী ও ফরিদপুর নোঙর করে রয়েছে।মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ৬টি ফেরি গোলাম মাওলা,শাহ পড়ান, বরকত, হাসনা হেনা, বনলতা এবং রাজবাড়ির দৌলতদিয়া ঘাটে ৪টি ফেরি মতিউর রহমান, রজনী গন্ধা, করবী ও কেরামত আলী যাত্রী এবং যানবাহন বোঝাই করে নোঙর করে রয়েছে। ঘণকুয়াশা কেটে গেলে ফেরি চলাচল শুরু করবে বলে তিনি জানান।