1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পবিপ্রবিতে কোর্স ফর রোভার মেট ‘২৪ সম্পন্ন মিঠাপুকুরে বাঁশের বেড়া দিয়ে অবরুদ্ধ করার অভিযোগ লোহাগাড়া প্রেসক্লাব’র নবনির্বাচিত কার্যকরী পরিষদের শপথ গ্রহণ সম্পন্ন রাবির নতুন রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্টে পরিচালক পদে অতিরিক্ত দায়িত্ব প্রদান হিলিতে ইউনিয়ন বিএনপির ওয়ার্ড পর্যায়ে কর্মীসমাবেশ অনুষ্ঠিত হয়েছে কর্মসূচীর নামে মানহানীর চেষ্টা, সর্বত্র প্রতিবাদের ঝড় দৌলতখানে ফসলের মাঠে দোল খাচ্ছে কৃষকের সোনালি স্বপ্ন ধানের শীষ, স্বপ্ন বুনতে শুরু করেছে কৃষকেরা চিরিরবন্দরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সাক্ষীগণের সংবাদ সম্মেলন পবিপ্রবিতে গভীর রাতে র‌্যাগিং নির্যাতন, আহত ৫ শিক্ষার্থী

ঈগলের হামলায় আহত নৌকার ৪ কর্মী

মোহাম্মদ বাইজিদ
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ১৯১ বার পড়া হয়েছে
খুলনার মোংলায় ফের ঈগল প্রতীকের কর্মীদের হামলায় নৌকা প্রতীকের ৪কর্মী আহত হয়েছে। আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহতদের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার সুন্দরবন ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের কাটাখালী এলাকার চায়না মার্কেটের চায়ের দোকানে মঙ্গলবার সন্ধ্যায় বসা ছিলেন নৌকা প্রতীকের কর্মীরা। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঈগল প্রতীকের কর্মীরা দোকানে বসে থাকা নৌকা প্রতীকের ওই কর্মীদের উপর অতর্কিত হামলা চালায়। এ সময় সুন্দরবন ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজবাহার শেখের নেতৃত্বে ঈগল প্রতীকের ২৫/৩০জন কর্মী হাতুড়ি, রড, ছুরি ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালিয়ে ৪নৌকা প্রতীকের কর্মীকে আহত করেন।
আহতরা হলেন- ইলিয়াছ হাওলাদার (৩৮), দুলাল জোমাদ্দার (৩৪)৷ মনিরুল খাঁন (৩৬) ও আলতাফ হাওলাদার (৪০)। আহতদের মাথা, হাত ও পাসহ শরীরের বিভিন্ন অংশ কেটে রক্তাক্ত ও থেঁতলে ফুলা জখম হয়। আহতদেরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এদিকে সকালে ঈগল প্রতীকের কর্মীরা পৌর শহরের কবরস্থানের বান্ধাঘাটায় নৌকা প্রতীকের শেখ সাদী বাদল ও কাঁচাবাজারে নাসির খাঁকে মারপটি করে আহত করেন। এ ঘটনায় পুরো এলাকা জুড়ে নৌকা প্রতীকের নেতা-কর্মী ও সমর্থকদের মাঝে ক্ষোভ এবং উত্তেজনা বিরাজ করছে।
সকালের হামলার ঘটনায় দুপুরে থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। আর সন্ধ্যায় হামলার ঘটনায়ও থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।
এ ঘটনার বিষয়ে মোংলা-রামপাল সার্কেলের সহকারী পুলিশ সুপার মুশফিকুর রহমান তুষার বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে এবং তদন্ত চলছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে  জানান ।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com