নাটোরে সজল -১৯নামে এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা ।
পূর্ব বিরোধের জের ধরে এ হত্যাকান্ড ঘটেছে বলেছে জানিয়েছেন সজলের পরিবার ও পুলিশ।নিহত সজল নাটোর সদও উপজেলার শ্রীধরপুর গ্রামের তাইজুল ইসলামের ছেলে ।
সজলের বড় ভাই রবিউল ইসলাম জানান, বুধবার (২৭ ডিসেম্বর)তাদেও প্রতিবেশী সন্ত্রাসী তুহিন ও শাহীন বাড়ি থেকে সজলকে ডেকে রহিমকুড়ি বটতলা মোড়ে নিয়ে যায়। এরপর প্রকাশ্য মোড়ের ওপর ওপর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে ফেলে রেখে যায়। স্থানীয় লোকজন মূমূর্ষ অবস্থায় সহজলকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসার পথেই সজলের মৃত্যু হয়।
রবিউল ইসলাম অভিযোগ করেন, এলাকায় তুহিন ও শাহীন সন্ত্রাসী হিসেবে পরিচিত। তাদেও বিরুদ্ধে নানারুপ অসামাজিক কার্যকলাপের অভিযোগ রয়েছে। স্প্রতি সজল তাদেও সাথে মিশতে শুরু করলে বাড়ির লোকজন তাদেও সাথে চলা ফেরা করতে নিষেধ করে। এরপরই এ হত্যার ঘটনা ঘটে। তিনি এ নির্মম হত্যাকান্ডের বিচার দাবি করেন।
নাটোর থানার ওসি মিজানুর রহমান জানান, সংবাদ পেয়ে দুপুরে পুলিশ নিহত সজলের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করে। তিনি বলেন, অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।