কুষ্টিয়া মিরপুর ভেড়ামারা উপজেলা প্রতিনিধি-মো:মামুন– দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর গণনা চলছে। কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের গণনা শেষে জানা যায় ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামারুল আরেফিনের কাছে হেরে গেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি ও নৌকার প্রার্থী হাসানুল হক ইনু।
রোববার (৭ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ শেষে এ খবর জানা যায়। কুষ্টিয়া-২ আসনে রাতে ৫০ কেন্দ্র থেকে প্রাপ্ত ফলাফলে কামারুল পেয়েছেন ৪১ হাজার ২৮২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইনু পেয়েছেন ৩৬ হাজার ৭৩১ ভোট।
প্রসঙ্গত, কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫২ হাজার ৫৬২ জন। এরমধ্যে মিরপুর উপজেলায় ভোটার সংখ্যা ২ লাখ ৭৬ হাজার ২৬৫ জন এবং ভেড়ামার উপজেলায় ভোটার সংখ্যা ১ লাখ ৭৬ হাজার ২৯৭ জন