ফরিদপুর শহরের আদমপুর চুনাঘাটা বেরিবাঁধ সংলগ্ন ব্রীজ এলাকায় ট্রাকের সাথে অটোবাইকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত আরো চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন, জেলার সদর উপজেলার খলিল মন্ডলেরহাট এলাকার আলী পাটাদারের ছেলে হাসেম পাটাদার (৪০) ও লাল মিয়া শেখের ছেলে লাভলু (২৮)।জানা যায়, বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে ফরিদপুর শহরে আসার সময় চুনাঘাটা ব্রীজ এলাকায় একটি ট্রাক সামনে থেকে অটোবাইকটিকে ধাক্কা মারলে হতাহতের ঘটনা ঘটে।স্থানীয়রা দুর্ঘটনায় আহত ৬ জনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে দুপুর ১টার দিকে দুজনের মৃত্যু হয়। আহত ৪ জন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ফরিদপুর কোতোয়ালী থানার ওসি আসাদউজ্জামান বিষয়টি নিশ্চিত জানান, এঘটনায় হাসপাতালে নেবার পরে দুইজন নিহত হয়েছে এবং ৪ জন আহত অবস্থায় চিকিৎসাধীন হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।