কয়রায় ডেভিল হান্টের অভিযানে উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এসএম হারুর অর রশিদকে গ্রেপ্তর করেছে পুলিশ। তিনি মদিনাবাদ গ্রামের মৃত ইন্তাজ আলী সরদারের ছেলে। পুলিশ সুত্রে জানা গেছে, কয়রা থানার অফিসার ইনচার্জের নির্দেশনায় এসআই মোঃ রাজেত আলীর নেতৃত্বে অভিযান চালিয়ে ২০ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) রাত সাড়ে নয় টার দিকে মদিনাবাদ গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিএম ইমদাদুল হক জানান, বিশেষ ক্ষমতা আইনে তাকে গ্রেপ্তার করা হয়েছে।