খাগড়াছড়ি সদর সেনা জোন কতৃক মহাজন পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের জন্য খেলার সামগ্রী উপহার হিসেবে বিতরণ করা হয়।
আজ রবিবার ২৩ ফেব্রুয়ারী ২০২৫ খাগড়াছড়ি সদর সেনা জোন কতৃক মহাজন পাড়া সরকারী প্রাথমিক
বিদ্যালয়ে কোমলমতি শিক্ষার্থীদের খেলাধূলার জন্য বিভিন্ন প্রকার খেলার সামগ্রী বিতরণ করা হয়। খাগড়াছড়ি পৌর সদরের মহাজন পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের শারীরিক সুস্থতা ও আদর্শ মানসিকতার বিকাশ উন্নয়নের জন্য বিনোদন ও খেলাধুলার সরঞ্জামাদি উপহার স্বরূপ প্রদান করেন খাগড়াছড়ি সদর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. খাদেমুল ইসলাম পিএসসি, বিএ ৭৬৮৯। খাগড়াছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. খাদেমুল ইসলাম পিএসসি বিএ ৭৬৮৯ এসব খেলাধূলার উপহার সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন ওয়ারেন্ট অফিসার (wo) দেলোয়ার হোসেন চৌধুরী, মহাজনপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিলন কান্তি চাকমা ও সহকারী শিক্ষক-শিক্ষিকাসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।