গোপালগঞ্জের চন্দ্রদিঘলিয়া উত্তর চরপারা গ্রামের মেম্বার মঞ্জু মোল্যার ছেলে গত ২২-০২-২০২৫ তারিখ থেকে নিখোঁজ ছিলো।
আজ ২৪-০২-২০২৫ তারিখ সকালে একটি টিনের ঘরে বস্তুার মধ্যে মুমিনের (১১) নিথর দেহ পাওয়া যায়। পরিবারের কান্না, এলাকাবাসীর প্রচেষ্ঠা সবই যেন ব্যর্থ হলো সে আর কোনোদিন তার বাবা মায়ের কোলে ফিরে আসবে না।একটি অবুঝ শিশুর এভাবে হারিয়ে যাওয়ায় পুরো এলাকাবা নিস্তব্ধ। নিহত মুমিনের পরিবার শোকে ভেঙে পরেছে। এই নির্মম হত্যাকান্ডের সঠিক তদন্ত ও দোষীর সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছে, নিহত মুমিনের পরিবার ও পুরো এলাকাবাসী। এলাকাবাসী জানান, আমরা সবাই চাই এমন নিষ্ঠুরতার যেন পুনরাবৃত্তি না ঘটে। শিশুদের নিরাপত্তা আমাদের সবার দায়িত্ব।