সারাদেশের ন্যায় লজ্জ্বাবতী শীতের সাদা চাদরে ঢেকে গেছে বংগোপসাগর দ্বারা বেষিঠত দ্বীপ কন্যা কুতুবদিয়া। বেলা ৯/১০ টার পরেও সূর্যের মুখ দেখছে না দ্বীপবাসী।
এতে মারাত্নকভাবে ব্যাহত হচ্ছে দৈনন্দিন কাজ। বিশেষ করে,, লবণ চাষী, শীতকালীন সবজী চাষী এবং দিনমজুর। সময় মত কাজে যোগ দিতে না পারায় কর্মহীন হয়ে পড়ছে মেহনতী মানুষগুলো, এতে অভাবী সংসারে বারবার নিষঠুর আঘাত হানছে আর্থিক টানাপোড়ন। তবুও আশাহত হচ্ছেনা ভাগ্যবিড়ম্বিত অসহায় মানুষগুলো। ” তোয়াক্কাল তু আল-আল্লাহ” বলে শীতের কুয়াশা থেকে মুক্তি পাওয়ার পর সুখ নামক সোনার হরিণ দরজায় কড়া নাড়ার অপেক্ষায় অসহায় ও প্রকৃতি নির্ভর দ্বীপবাসী।