ময়মনসিংহের হালুয়াঘাটে পৃথক স্থানে ২টি অপমৃত্যুর লাশ উদ্ধার করেছে হালুয়াঘাট থানা পুলিশ। রশি দিয়ে খেলতে গিয়ে শান্ত নামের ৮ বছর বয়সী স্কুল পড়ুয়া এক শিশু মৃত্যুবরণ করেছেন। হালুয়াঘাটের ৭ নং শাকুয়াই ইউনিয়নের পিকা গ্রামে তার বাড়ি। শিশুটির মা-বাবা ঢাকায় বসবাস করেন। মৃত শান্ত ছিলেন পিকা গ্রামের রোকন মিয়ার ১ম সন্তান। সে ভাট্টা চৌরাস্তায় অবস্থিত মুক্তিযোদ্ধা টেকনিক্যাল এন্ড স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্র ছিল। জানা যায় মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) বিকাল আনুমানিক ৫ ঘটিকার সময় ছেলেটি রশি নিয়ে খেলতে যায় এবং সে বাড়ির আঙ্গিনাতেই একটি কাঁঠাল গাছে রশি নিয়ে খেলার উদ্দেশ্যে উঠে। রশির এক প্রান্ত গাছের ডালে বেঁধে অন্য প্রান্ত বাঁধেন নিজের গলায়। হঠাৎ করে গাছের ডাল থেকে ফসকে পড়ে গিয়ে তাহার গলায় রশি আটকে যায়। তখন ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। এই বিষয়ে মৃত শান্তর চাচী রোকেয়া খাতুন বলেন, আমি আমার ঘরে পাটায় হলুদ বাটার সময় শান্ত ভাত খাচ্ছিল। খাওয়া শেষে শান্ত রশি নিয়ে খেলার উদ্দেশ্যে বের হয়ে যায়। কিছুক্ষন পর দুটি শিশু বাচ্চা শান্তকে গাছে দড়িতে ঝুলে থাকতে দেখে এসে খবর দেয়, বলে শান্ত ভাই গাছে বসে আছে, কোন নড়াচড়া করছে না। তখন আমরা দৌড়ে গিয়ে দেখি ঝুলন্ত অবস্থায় রয়েছে। মৃত শান্তর সম্পর্কে দাদা ইদ্রিস আলী বলেন, গত কয়েকদিন আগে আমাদের পাশের বাড়ির একজন গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে, সেটা দেখেই সে হয়তো এমন কাজ করতে পারে। ছেলেটা খুবই চঞ্চল ছিল। সারাদিন গাছেই খেলাধুলা করত সে।অপরদিকে হালুয়াঘাট গাংগিনাপাড় নামক স্থানে সমুর্তে জান (৬৫) নামে এক মহিলার লাশ দর্শা নদী থেকে উদ্ধার করে পুলিশ। জানা যায় মৃত মহিলা মানসিক ভারসম্যহীন ছিলেন। তাহার বাড়ি উপজেলার মুন্সিরহাটের গোপীনগর গ্রামে। গত ৩ দিন আগে থেকে তিনি বাড়ি থেকে বেড়িয়ে যান তিনি, তারপর থেকে তার আত্নীয় স্বজন খোঁজাখুজি করতে থাকে। তাকে খুঁজে না পেয়ে মৃত ব্যক্তির ছেলে নিখোঁজ এর লিফলেট বিতরণ ও মাইকিং করে। মৃত ব্যক্তির ছেলে মো: আশরাফুল ইসলাম বলেন আমার মা মানসিক ভারসম্যহীন ছিলেন, প্রায়ই সে এমন করত, মন চাইলেই বাড়ি থেকে বেড়িয়ে যেত। গত শনিবার থেকে মাকে খুজে পাচ্ছিলাম না, পরে মায়ের ছবিসহ বিভিন্ন জায়গায় লিফলেট বিতরণ করি। মঙ্গলবার বিকালে গাংগিনাপাড় খালে আমার মায়ের লাশ লিফলেটের ছবির সাথে মিল দেখে স্থানীয় মানুষজন আমার দেওয়া লিফলেটে ফোন নাম্বারে তারা আমাকে জানায়। তারপর থানা থেকে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
এ বিষয়ে হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ ওসি আবুল খায়ের বলেন, ঘটনা শোনার পর আমাদের পুলিশ টিম ঘটনাস্থলে যায়, ২টি লাশই উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি এবং অপমৃত্যু মামলা করা হয়েছে।