1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ০৭ জুলাই ২০২৫, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম :
নব নির্বাচিত জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে সংবর্ধনা দেওয়া হয়েছে গলাচিপা উপজেলা বিএনপির পক্ষ থেকে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু টেকনাফে টানা বর্ষণে অর্ধশতাধিক গ্রাম প্লাবিত এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে ১০ জুলাই ভূমি অফিসের নতুন ভবন অন্যত্র নেয়ার প্রতিবাদে নেপালতলী বাসীর মানববন্ধন ও ইউএনও বরাবর স্মারকলিপি প্রধান ফেনীর ১৬ মামলার পলাতক আসামি চট্টগ্রামে গ্রেফতার উল্লাপাড়ায় জলমহাল ইজারায় দুর্নীতি, মৎস্য জীবি লীগের আহ্বায়ক মোহাম্মদ আলী জিন্নাহর বিরুদ্ধে গুরুতর অভিযোগ কালিগঞ্জ এম ইলিয়াস আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এর অকাল মৃত্যুতে শোকাহত ছাত্র-ছাত্রী ও এলাকাবাসী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কর্তৃক বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন জাতীয়তাবাদী যুবদল ফেনী শাখার নবগঠিত আহবায়ক কমিটির নেতৃবৃন্দের পরিচিতি সভা

বেতাগীতে বিএনপি’র দুই গ্রুপে দফায় দফায় সংঘর্ষ : পুলিশসহ আহত ৩০

অসীম দেবনাথ
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩২ বার পড়া হয়েছে
বরগুনা বেতাগীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষে পুলিশসহ আহত ৩০ হয়েছে। আহতদের বেতাগী উপজেলা  স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করানো  হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাত নয়টায় বেতাগী গার্লস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে পুরস্কার বিতরণ শেষে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, বেতাগী গালর্স স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে পুরস্কার বিতরণ শেষে উপজেলা বিএনপি আহবায়ক মো: হুমায়ুন কবির মল্লিক ও উপজেলা ছাত্রদলের আহবায়ক মো: সোয়েব কবিরের মধ্যে কথার কাটাকাটি হয়।  এক পর্যায়ে সংঘর্ষে লিপ্ত হয়। মুর্হূতের মধ্যে দেশীয় অস্ত্র রানদা, বগি দা, চ্যানা, লোহার রড, পাইপ, লাঠিসোটাসহ হামলায় লিপ্ত হয়। আধাঘন্টা ব্যাপি এই সংঘর্ষ চলে। সংঘর্ষে উপজেলা বিএনপি’র আহবায়ক হুমায়ুন কবির মল্লিক, উপজেলা ছাত্রদলের আহবায়ক সোয়েব কবির, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো: জামাল খান সহ দুই গ্রুপের কমপক্ষে ৩০ জন আহত হয়েছে।  পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রন করতে যেয়ে থানা পুলিশের এস আই এমাদুল,এএসআই জাহিদুল ও একজন পুলিশ কনেস্টেবল আহত হয়েছে। হামলার বিষয়টি বিএনপি’র একগ্রুপ অন্যগ্রুপবে দ্বায়ী করছেন এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার দাবি করছেন। আহত উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জামাল খান বলেন,’ আমাদের যুবদলের নেতাকর্মীদের অতর্কিতভাবে উপজেলা ছাত্রদলের আহবায়ক সোয়েব কবির সন্ত্রাসী বাহিনীদ্বারা হামলা করেছে। আমরা এই হামলার সুষ্ঠু বিচার চাই। এবিষয় বেতাগী উপজেলা বিএনপি’র আহবায়ক মো: হুমায়ুন কবির মল্লিক বলেন,’ গার্লস স্কুল এন্ড কলেজে ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠান শেষে বাড়িতে ফেরার পথে সাবেক উপজেলা চেয়ারম্যান শাহজাহান কবির ও তার ছেলে সোয়েব কবির সন্ত্রাসী বাহিনী নিয়ে আমাদের নেতাকর্মীদের উপর অর্তকিতভাবে হামলা করেন। আমি নিজেও গুরুতর আহত হয়েছি  এবং আমার দলের ১৫-২০ জন নেতাকর্মীকে গুরুতর আহত করেছে। হামলার বিষয়টি বিএনপি’র দলের উচ্চ পর্যায়ে  জানানো হয়েছে। উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো: শাহজাহান কবির বলেন,’ উপজেলা বিএনপি’র আহবায়ক হুমায়ুন কবির মল্লিক ২০১৪ সালে বিএনপি’তে ঢুকছে। দলে ঢুকে টাকার বিনিময় একটি কমিটি কিনে আনছে এবং বিভিন্ন এলাকায় তার বাহিনীদ্বারা লুটপাট করেছে,  বাড়িঘর ভাংচুর করছে। ৫ আগস্টের পর তার সন্ত্রাসী বাহিনী দ্বারা ভাংচুর ও লুটপাট করেছে। আজকে হুমায়ুন মল্লিক আমার ছেলে সোয়েব কবিরের মাথায় আঘাত করেছে এবং গুরুতর আহত হয়েছে, তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। দলের হাই কমেন্টের কাছে এর বিচার দাবি করছে। এবিষয় বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মনিরুজ্জামান মনির বলেন,’ বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের খবর পেয়ে সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করেন। বর্তমানে পৌর শহরে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com