বগুড়ার ধুনটে কালোবাজারে পাচারের উদ্দেশ্যে আনা সরকারি ৩০কেজি ওজনের ৪০টি চালের বস্তা যমুনা নদীর ঘাটপাড় এলাকা থেকে উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার দুপুর ১২ টার দিকে উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের যমুনা নদীর ঘাট পাড় এলাকা থেকে কালোবাজারে পাচারের উদ্দেশ্য আনা এ চালগুলো পুলিশ উদ্ধার করে।
জানা যায়, বুধবার সকালে নৌকাযোগে পার্শ্ববর্তী সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার খাস রাজবাড়ি ইউনিয়নের চর এলাকা থেকে সরকারি ৩০ কেজি ওজনের ৪০টি চালের বস্তা ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের যমুনা নদীর ঘাটে আসে। পাচারকারী চক্রের সদস্যরা সেই বস্তাগুলো নৌকা থেকে নামিয়ে অন্যত্রে কালোবাজারে পাচারের উদ্দেশ্য একটি ভটভটিতে উঠাতে থাকে। সময় কালোবাজারে পাচারকারীদের অস্বাভাবিক আচরণের কারণে স্থানীয় ব্যাক্তিদের সন্দেহ হয়। পরে পাচারকারী চক্রের সদস্যরা বুঝতে পারে স্থানীয়রা চাল পাচারের বিষয়টি টের পেয়ে গেছে। একপর্যায়ে কালোবাজারে চাল পাচারকারি চক্রের সদস্যরা ৪০ বস্তা সরকারি চাল যমুনা নদীর ঘাটে রেখেই সেখান থেকে কৌশলে সটকে পড়ে। এসময় পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে চালগুলো জব্দ করে থানায় নিয়ে আসে। ঘটনার সময় সরকারি চাল কালোবাজারে পাচারকারী চক্রের সদস্যরা আগেই সটকে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
এ বিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ ওসি সৈকত হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কালোবাজারে পাচারের উদ্দেশ্য আনা সরকারি ৩০ কেজি ওজনের ৪০ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কালোবাজারে পাচারকারী চক্রের সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।