1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে দৌলতখানে স্মরণ সভা বাগেরহাটের রামপাল উপজেলার ঐতিহ্যবাহী সুন্দরবন মহিলা কলেজে অধ্যায়নরত গরীব ও মেধাবী শিক্ষার্থীদের বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র পক্ষ থেকে বৃত্তি সহায়তা প্রদান করা হয়েছে ফরিদপুরের জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলো মো: নুরুজ্জামান ফরিদপুরে ‌ ইউসুফ আলী চৌধুরী মোহন মিয়ার ‌ ৫৩ তম মৃত্যুবার্ষিক উপলক্ষে ‌ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত চট্টগ্রামে ইসকন নেতার জামিন না মঞ্জুর, কারাগারে প্রেরণ চট্টগ্রামে ইসকন নেতার জামিন না মঞ্জুরে সংঘর্ষ, রাষ্ট্রপক্ষের আইনজীবী নিহত চিলমারীতে কৃষক সমাবেশ মোংলায় এক নারীকে কুপিয়ে হত্যা ও এক কলেজ পড়ুয়া মেয়েকে মারধরের অভিযোগ ধামইরহাটে জলবায়ু সহনশীল পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় কর্মশালা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পবিপ্রবিতে আলোচনা সভা

চৌগাছায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই ক্লিনিক বন্ধ

মেহেদী হাসান শিপলু
  • প্রকাশের সময় : রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪
  • ১৭৮ বার পড়া হয়েছে

যশোরের চৌগাছায় ভ্রাম্যমান আদলতের অভিযানে দুই ক্লিনিক বন্ধসহ ৪০ হাজার টাকা নগদ অর্থদন্ড করা হয়েছে। শনিবার বেলা ১১ টার দিকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুম্মিতা সাহা এই অভিযান পরিচালনা করেন। এ সময় নানা অনিয়মের অভিযোগে সরকারী হাসপাতালের সামনে নোভা এইড হাসপাতাল ও মধুমতি হাসপাতাল এন্ড ডায়াগনোষ্টিক সেন্টারের সকল কার্যক্রম বন্ধের পাশাপাশি ৫ ও ১০ হাজার টাকা করে ১৫ হাজার অর্থদন্ড প্রদান করা হয়।

একই সময়ে মায়ের দোয়া ক্লিনিক ও পল্লবী ক্লিনিকে অভিযান চালান ভ্রাম্যমান আদালত। এ দুটি ক্লিনিকে নানা অনিয়মের কারনে যথাক্রমে ২০ ও ৫ হাজার টাকা করে মোট ২৫ হাজার টাকা অর্থদন্ড করার পাশাপাশি তাদেরকে সতর্ক করেন ভ্রাম্যমান আদালত। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেড সুস্মিতা সাহা বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশ সারা দেশে অভিযান চলছে, তারই ধারাবাহিকতায় এই অভিযান। এ ধরনের অভিযান চলমান থাকবে বলে তিনি জানান। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডাঃ লুৎফুন্নাহার, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আল ইমরানসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। সভাপতি শাহিন সম্পাদক সামাউল চৌগাছায় কালবের নতুন কমিটি গঠন চৌগাছা (যশোর) প্রতিনিধি \ যশোরের চৌগাছা উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নতুন কমিটি গঠন হয়েছে। নব গঠিত কমিটি আগামী তিন বছরের জন্য তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করবেন। গতকাল ২০ জানুয়ারী সকালে চৌগাছার কংশারীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ উপলক্ষে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের সাবেক সভাপতি শাহিনুর রহমান শাহিনের সভাপতিত্বে আলোচনা করেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক সামাউল ইসলাম, শিক্ষক তবিবর রহমান, হানিফুল ইসলাম, আশরাফুল ইসলাম, হুমায়ুন কবির, আজিজুর রহমান প্রমুখ। আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে ৬ সদস্য বিশিষ্ঠ নতুন কমিটি গঠন করা হয়। নতুন কমিটির সভাপতি মনোনীত হয়েছেন শিক্ষক শাহিনুর রহমান শাহিন, সহ-সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক সামাউল ইসলাম এবং সদস্য যথাক্রমে,

নেয়ামত আলী, বাবুল হোসেন ও বজলুর রহমান। ঝিকরগাছায় তুলাচাষে চাষিদের উদ্বুদ্ধকরনে র‌্যালি ও সমাবেশ চৌগাছা (যশোর) প্রতিনিধি \ যশোরের ঝিকরগাছা তুলাচাষ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে তুলা চাষিদের উদ্ধুদ্ধকরনে চাষি র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার শ্রীরামপুর গ্রাামের মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে তুলা উন্নয়ন বোর্ডের যশোর অঞ্চলের উপ-পরিচালক কামরুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন তুলা উন্নয়ন বোর্ড ঢাকার নির্বাহী পরিচালক ফকরে আলম ইবনে তাবিব। বিশেষ অতিথির বক্তব্য দেন প্রকল্প পরিচালক তুলা উন্নয়ন বোর্ড ঢাকা ড. সীমা কুন্ডু। অন্যানের মধ্যে বক্তব্য দেন তুলা উন্নয়ন বোর্ডের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা এসএম জাকির বিন আলম, জিনার প্রতিনিধি হাবিবুর রহমান মন্টু, স্পাহানী কোম্পানীর প্রতিনিধি ইমরান হুসাইন, কৃষক নাজিম উদ্দিন, হাফিজুর রহমান, আলম হোসেন প্রমুখ। আলোচনা শেষে অতিথিবৃন্দ শ্রীরামপুর মাঠে উন্নতমানের তুলাচাষের ক্ষেত পরিদর্শন করার পাশাপাশি তুলাচাষে যাতে আরও লাভবান হওয়া যায়সে লক্ষে কৃষকদের নানা ভাবে পরামর্শ প্রদান করেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com