1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম :
কয়রায় ব্যবসায়ীদের অঙ্গীকার: পলিথিন-প্লাস্টিক দূষণ রুখতে একাট্টা হওয়ার বার্তা উপজেলা রামগতিতে অবৈধ ইটভাটার রমরমা ব্যবসা মোংলায় বজ্রপাতে মৃত্যু এক নির্ভীক কলম সৈনিক সাংবাদিক আবু হাসানের মৃত্যু মুরাদনগরে এসএসসি পরীক্ষায় নকল সরবরাহের দায়ে যুবকের কারাদণ্ড আমদানি বন্ধের অজুহাতে হিলিতে বেড়েছে চালের দাম,বিপাকে পাইকাররা পলাশবাড়ীতে এসএসসি পরীক্ষা কেন্দ্র থেকে প্রক্সি পরীক্ষার্থী আটক গাজীপুরের পিরুজালীতে জোরপূর্বক গাছ কর্তন ও বিক্রির অভিযোগ শূন্য রেখায় বিএসএফ এর কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা ও বিজিবি’র বাধা প্রদান বাঁচতে চায় ক্যান্সারে আক্রান্ত মেধাবী ছাত্র আজিজ

ঝিনাইগাতীতে পুলিশের উপর হামলা ও সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে গ্রেপ্তার ১

রেজাউল করিম শেরপুর সংবাদদাতাঃ
  • প্রকাশের সময় : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ২৭ বার পড়া হয়েছে
শেরপুরের ঝিনাইগাতীতে পুলিশের উপর হামলা ও সরকারি কাজে বাধা প্রদানের অভিযোগে সাজেদুল ইসলাম (৩০) নামে জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সাজেদুল উপজেলা সদর ইউনিয়নের পাইকুড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে। শনিবার  ৫ এপ্রিল রাতে পুলিশ অভিযান চালিয়ে পাইকুড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে।  রবিবার দুপুরে তাকে আদালতে সোপর্দ্দ করা হয়। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে,  শনিবার পাইকুড়া বাজারে স্থানীয়ভাবে  বৈশাখি মেলার আয়োজন করা হয়। এ মেলায় ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক সাবেক ইউপি সদস্য আসাদ আলী ছাত্রদল নেতা আনন্দের নেতৃত্বে জুয়ার আসর   বসানো হয়। খবর পেয়ে সন্ধায় থানা পুলিশ পাইকুড়া বাজারের জুয়া খেলা   বন্ধ করতে যায়।  পুলিশ একজয়ারিকে আকট ও জুয়া খেলার সরঞ্জামাদি উদ্ধার  করে। এ সময়  জুয়া খেলার  অর্ধশতাব বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পুলিশের উপর হামলা চালায় এবং পুলিশের কাছ থেকে  আটককৃত জুয়াড়িতে ছিনিয়ে নিয়ে যায়। নেতাকর্মীদের হামলায় দুই পুলিশ কর্মকর্তাসহ ৫ পুলিশ সদস্য প্রহৃত হন। আহত থানার  সহকারী পুলিশ পরিদর্শক হারুন অর রশীদ, মো, মনিরুল ইসলাম, কনেষ্টবল, তাজুল ইসলাম, শহিদুল ইসলামও ফরহাদ আলী। আহত পুলিশ কর্মকর্তাগন স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়। এবং   হামলাকারিদের হাত থেকে পুলিশ কর্মকর্তাদের উদ্ধার করা হয়।
এ ব্যাপারে ৪০ জনকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করা হয়। রাতেই অভিযান চালিয়ে সাজেদুলকে আটক করা হয়।  পলাতক থাকায় অন্যান্য আসামীদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি।    ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো, আল-আমিন বলেন জুয়ারীদের হামলায়  ৫ জন পুলিশ কর্মকর্তা প্রহৃত হয়েছে। এব্যাপারে জুয়ারিদের নামে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে । গ্রেপ্তারকৃত সাজেদুলকে আদালতে সোপর্দ্দ করা হয়েছে। অন্যান্য আসামিকে গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com