1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কয়রায় ব্যবসায়ীদের অঙ্গীকার: পলিথিন-প্লাস্টিক দূষণ রুখতে একাট্টা হওয়ার বার্তা উপজেলা রামগতিতে অবৈধ ইটভাটার রমরমা ব্যবসা মোংলায় বজ্রপাতে মৃত্যু এক নির্ভীক কলম সৈনিক সাংবাদিক আবু হাসানের মৃত্যু মুরাদনগরে এসএসসি পরীক্ষায় নকল সরবরাহের দায়ে যুবকের কারাদণ্ড আমদানি বন্ধের অজুহাতে হিলিতে বেড়েছে চালের দাম,বিপাকে পাইকাররা পলাশবাড়ীতে এসএসসি পরীক্ষা কেন্দ্র থেকে প্রক্সি পরীক্ষার্থী আটক গাজীপুরের পিরুজালীতে জোরপূর্বক গাছ কর্তন ও বিক্রির অভিযোগ শূন্য রেখায় বিএসএফ এর কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা ও বিজিবি’র বাধা প্রদান বাঁচতে চায় ক্যান্সারে আক্রান্ত মেধাবী ছাত্র আজিজ

শিবগঞ্জ থানা এলাকাস্থ সংখ্যালঘুর বাড়ি ভাংচুর,অগ্নি সংযোগ ও লুটপাটের,প্রধান আসামী আঃ রহিম গ্রেফতার

রবিউল ইসলামঃ স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ১১ বার পড়া হয়েছে
বাদী শ্রী সুইট চন্দ্র মন্ডল ইং ০৪/০৪/২৫ তারিখ বগুড়া জেলার শিবগঞ্জ থানায় হাজির হইয়া এই মর্মে এজাহার দায়ের করেন যে, ইং ০৪/০৪/২৫ তারিখ দুপুর অনুঃ ০১.৩০ ঘটিকায় এজাহারনামীয় আগামীগণ সহ অজ্ঞাতনামা আসামীগণ দেশীয় অস্ত্রে সস্ত্রে সজ্জিত হইয়া বে-আইনী জনতায় দলবদ্ধ হইয়া পরস্পর একই উদ্দেশ্যে তাহার চাচাতো ভাই লিপন, পিতা-প্রদীপ, বাং-পরমানন্দপুর, ইউপি-আটমূল, থানা-শিবগঞ্জ, জেলা-বগুড়া এর বসত বাড়ীতে অতর্কিত হামলা চালায় এবং বসত বাড়ি ভাংচুর করে।একপর্যায়ে এজাহারনামীয় আসামীগণ সহ অজ্ঞাতনামা আসামীগণ বাদীর বসত বাড়ীর মেইন দরজা ভাঙ্গিয়া অনধিকার প্রবেশ করিয়া তাকে ও তার পরিবারের সদস্যগণকে অকথ্য ভাষায় গালিগালাজ করে ও তার বসত বাড়ীর প্রাচীর ভাংচুর, বৈদ্যুতিক মিটার, সিসি ক্যামেরা ইত্যাদি ভাংচুর করে ও বাদীর শয়ন ঘরের মধ্যে শোকেছ ও আলমারীর ড্রয়ারে রক্ষিত ৮/১০ ভরি ওজনের স্বর্নের গহনা, ও ব্যবসায়িক কাজে রাখা নগদ ৬,০০,০০০/-(ছয় লক্ষ) টাকা অসৎ উদ্দেশ্যে নিয়ে নেয়। পরবর্তীতে বাদীর খড়ের পালায় আগুন লাগাইয়া ঘটনাস্থল হতে পালিয়ে যায়। এ সংক্রান্তে বগুড়া জেলার শিবগঞ্জ থানার মামলা নং-০১, তারিখ-০৪ এপ্রিল ২০২৫, ধারা-১৪৩/৪৪৮/৪২৭/৪৩৫/৩৮০/৫০৬/১১৪/৩৪ পেনাল কোড ১৮৬০; রুজু হয়।
এ সংক্রান্তে তাৎক্ষণিক বগুড়া জেলার পুলিশ সুপার জনাব মোঃ জেদান আল মুসা, পিপিএম মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় ইন্সপেক্টর ডিবি, বগুড়া জনাব মোঃ রাকিব হোসেন এর নেতৃত্বে ডিবি বগুড়া’র একটি চৌকস টিম তথ্য প্রযুক্তি ও নিখুঁত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইং ০৫/০৪/২০২৫ তারিখ ১৮.৩০ ঘটিকার সময় জয়পুরহাট জেলার ক্ষেতলাল থানাধীন কানাইপুকুর বাজার হইতে এজাহারনামীয় ১নং আসামী মোঃ রহিম (৩৮), পিতা-মোঃ মমতাজ, সাং-কুড়াহার কাঁঠালকুশি, থানা-শিবগঞ্জ, জেলা-বগুড়াকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীকে উল্লেখিত মামলায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।ঘটনার সহিত জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান চলমান আছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com