মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার বৃহত্তর ঝিটকা বাজারের প্রায় ২০ বছরের অসহনীয় যানযট নিরশনে বিশেষ ভূমিকা রেখেছে বিকল্প কাঁচামালের আড়ৎ।বাজারের পূর্বের কাঁচামালের আড়ৎ বাজারের মূলকেন্দ্র বিন্দুতে থাকায় প্রায় সময় বাজারে যানযট লেগেই থাকতো।ভুক্তভোগী কয়েকজন জানান, মাত্র পাঁচ মিনিটের পথ পাড় করতে সময় লাগতো প্রায় ৩-৫ ঘন্টা।এ যানযোটের কারণে কয়েকজন রোগী সময় মত হাসপাতালে যেতে না পারায় বাজারের মধ্যে মৃত্যু বরণ করেন।সাধারণ শিক্ষার্থীরা সময় মত স্কুল- কলেজে যেতে পারতো না, সময় মত পরিক্ষার হলে প্রবেশ করতে পারতো না।এখন বিকল্প কাঁচামালের আড়ৎ বাজারের পাশে হওয়ার যেমন যানযোটের ভোগান্তি কমেছে তেমনি সাধারণ কৃষকগণ সময় মত তাদের পণ্য সরবরাহ করতে পারছে।
এ সম্পর্কে আড়ৎদার রনি বলেন- যখন আমরা জানতে পেরেছে পূর্বের কাঁচামালের আড়ৎতের কারণে কয়েকজন রোগী সময়মত হাসপাতালে যেতে পারে নাই ও শিক্ষার্থীরা সময়মত পরিক্ষাহলে যেতে পারে নাই তখন থেকেই বিকল্প কিছু ভাবতেছিলাম,, তারই প্রতিফলন আজকের এ নতুন আড়ৎ।
আরও একজন আড়ৎদার বলেন- নতুন আড়ৎতে সাধারণ কৃষকেরা স্বাচ্ছন্দ্যেমত তাদের মালামাল ক্রয-বিক্রয় করে খুশি ও সাধারণ মানুষও সময় মত যাতায়াত করতে পারায় ও কেনা কাটা করতে পেরে আনন্দিত। বিকল্প কাচামালের আড়ৎকে স্বাগতম জানিয়েছে প্রশাসনিক কর্মকতা ও বাজার কমিটির অনেকেই।