শিবগঞ্জে “বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ০২ দিনব্যাপী “জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ (৪৫তম বিজ্ঞান মেলা)’র সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৪৫তম বিজ্ঞান মেলা উপলক্ষে বৃহ:পতিবার বিকালে শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, ঢাকা’র সহযোগিতায় ০২ দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার এ, এফ, এম, আবু সুফিয়ানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় জাতীয় সংসদ সদস্য, ৪৩ চাঁপাইনবাবগঞ্জ-১ জনাব ডা: সামিল উদ্দিন আহমেদ শিমুল ।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো: জুবায়ের হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার ড. আবু বক্কর ছিদ্দিক, উপজেলা কৃষি অফিসার মো: শরিফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবেদিন, উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো: আরিফুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার পরিমল কুমার ঘোষ, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো: শাহিন আক্তার, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো: মুরশিদুল আলম, উপজেলার বিভিন্ন দপ্তরের অন্যান্য অফিসারগণ ও বিভিন্ন স্কুল-কলেজ-মাদ্রাসার শিক্ষকবৃন্দ, ছাত্র-ছাত্রীবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গসহ অন্যান্যরা। এর আগে মেলায় প্রদর্শিত বিভিন্ন প্রজেক্টগুলো পরিদর্শন করেন মাননীয় সংসদ সদস্য ও উপজেলা নির্বাহী অফিসারসহ অন্যান্যরা।
উল্লেখ্য, উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত বিজ্ঞান মেলায় ২২টি (স্কুল পর্যায়ে ১২টি ও কলেজ-মাদ্রাসা পর্যায়ে ১০টি) শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন প্রদর্শনীর স্টল অংশগ্রহণ করেছে। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ও সেরা স্টল এবং অংশগ্রহণকারী সকল স্টলকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।