গত ২১/০৪/২০২৫ ইং রোজ সোমবার রাতে বিশেষ অভিযানে শ্রীপুর মডেল থানা পুলিশ এবং ঢাকা রমনা থানা পুলিশের যৌথ অভিযানে রমনা থানা এলাকায় আত্নীয়ের বাসা থেকে আলী হায়দার রতন নামে হত্যা মামলার আসামি গ্রেফতার করা হয়।
এ বিষয়ে শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ জয়নাল আবেদীন মন্ডল বলেন,৫ই আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র-জনতা আন্দোলনের হত্যাকান্ডে জড়িতদের বিরুদ্ধে দায়ের করা শ্রীপুর মডেল থানায় আলী হায়দার রতনের বিরুদ্ধে ২টি হত্যা মামলা রয়েছে এবং গ্রেফতারকৃত আলী হায়দার রতন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতু মন্ত্রী পলাতক ওবায়দুল এর ভাগিনা। হত্যা মামলার ১০ দিনের রিমান্ড চেয়ে ২২/০৪/২০২৫ইং তারিখ রোজ: মঙ্গলবার সকালে আলী হায়দার রতনকে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়।