1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ছারছীনা ও ফুলতলী দরবারের পারষ্পরিক মতবিনিময় ঝিনাইদহের কালীগঞ্জ থেকে বিপুল পরিমাণ চোলাই মদসহ শিখা রাণী ১ নারী আটক জিয়ানগরে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত র‌্যাবের সাথে বন্দুক যুদ্ধে বরিশালের এক যুবক নিহত ভোলায় আধুনিক মানের উন্নয়নে দাবিতে চট্টগ্রামে ভোলা জেলা ছাত্র ফোরামের সংবাদ সম্মেলন গাজীপুরের শ্রীপুরে আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এর ভাগিনা আলী হায়দার রতনকে গ্রেফতার করেছে শ্রীপুর মডেল থানা পুলিশ ১৪ বছর পর শাজাহান চেয়ারম্যান হত্যা মামলার নতুন মোড় মুন্সীগঞ্জে নদীতে পড়ে যাওয়া শ্রমিকের মরা দেহ ৩ দিন পর উদ্ধার ফরিদপুরে এক শিশুকে ধর্ষণের দায়ে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড বাগেরহাটের রামপালে ৪ আগস্টে ছাত্র-জনতার উপর হামলা ও নারীদের গুমের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল

ভোলায় আধুনিক মানের উন্নয়নে দাবিতে চট্টগ্রামে ভোলা জেলা ছাত্র ফোরামের সংবাদ সম্মেলন

মোঃ হাসান
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে
২১ এপ্রিল সোমবার সংগঠনির নন্দনকানস্থ স্থায়ী কার্যালয়ে সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুন্নার সঞ্চালনায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য ও দাবি উপস্থাপন করেন সংগঠনির সভাপতি মো. নুরনবী শাওন।
লিখিত বক্তব্যে নুরনবী শাওন বলেন,ভোলা বাংলাদেশের সর্ববৃহৎ দ্বীপ জেলা, যার অবস্থান বঙ্গোপসাগরের কোল ঘেঁষে। এটি একদিকে দক্ষিণাঞ্চলের সমুদ্রবন্দরগুলোর প্রবেশদ্বার, অন্যদিকে মেঘনা ও তেতুলিয়া নদীর মিলনস্থলে অবস্থিত হওয়ায় পরিবহন, নদীবন্দর, জ্বালানি, মৎস্যসম্পদ এবং সামুদ্রিক নিরাপত্তার দিক থেকেও ভোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ভোলায় দেশের অন্যতম গ্যাসক্ষেত্র রয়েছে। রয়েছে সমৃদ্ধ মৎস্য সম্পদ, কৃষিজ উৎপাদন ও অপার সম্ভাবনাময় পর্যটন এলাকা। অথচ এত গুরুত্বপূর্ণ ভৌগলিক অবস্থান এবং সম্পদ থাকার পরেও ভোলা বছরের পর বছর অবহেলা, বঞ্চনা আর উন্নয়নশূন্যতার শিকার হয়ে আসছে।
এসময়,গত ২০ এপ্রিল রোববার ভোলার বিভিন্ন বিষয়ে দাবি নিয়ে ভোলায় অনুষ্ঠিত সমাবেশের সাথে পূর্ণ সমর্থন প্রষোন করে এবং সাথে সেই দাবির সাথে মিল রেখে ভোলা জেলা ছাত্র ফোরামের পক্ষ থেকে নিন্মোক্ত দাবি দাওয়া উপস্থাপন করা হয়েছে-
১।অনতিবিলম্বে ভোলা-বরিশাল সেতু দ্রুতই বাস্তবায়ন করে ভোলা জেলাকে দেশের মূল ভূখন্ডের সঙ্গে যুক্ত করতে হবে।
২. শিক্ষা ব্যবস্থায় সমান সুযোগ-সুবিধা নিশ্চিত, শিক্ষার মানোন্নয়ন ও উচ্চতর শিক্ষা গ্রহণের সুবিদার্থে ভোলায় পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ এবং ক্যাডেট কলেজ প্রতিষ্ঠা করতে হবে।
৩।চিকিৎসা ব্যবস্থার বেহাল দশা থেকে মুক্তি পেতে ভোলায় আধুনিক মানের হাসপাতাল নির্মাণ করতে হবে
৪।ভোলার গ্যাস ভোলাতেই রেখে ভোলা জেলার প্রতিটি ঘরে গ্যাস সংযোগ নিশ্চিত করতে হবে।
৫। মতিরহাট ফেরী ঘাটের কাজ বাস্তবায়ন করতে।
৬। গ্যাসভিত্তিক সার কারখানা স্থাপনসহ ব্যপক শিল্পায়নের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে;
৭। ইলিশের দুর্গ ভোলায় জেলে এবং মৎস্য ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণে আধুনিক ফিশিং জোনের ব্যবস্থা করতে হবে।
৮।ভোলায় বিসিক এলাকায় শিল্পোদ্যোক্তা এবং ভোক্তা পর্যায়ে চাহিদা অনুযায়ী গ্যাস ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে।
৯।দেশী ও বিদেশি পর্যটকদের আকৃষ্ট করার লক্ষ্যে পর্যটন কেন্দ্রগুলোকে আধুনিকায়ন করতে হবে।
১০। নদী ভাঙ্গন রোধে স্থায়ী ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
১১। মুমূর্ষু রোগীদের জীবন রক্ষাকারী আধুনিক আইসিইউ ইউনিট প্রতিষ্ঠা এবং পর্যাপ্ত সংখ্যক হাইস্পিড ওয়াটার এম্বুলেন্স সরবরাহ করতে হবে।
১২. ভোলায় আন্তর্জাতিক মানের ক্রিকেট ও ফুটবল স্টেডিয়াম তৈরী করতে হবে।
এ-সময় আরো উপস্থিত ছিলেন ভোলা সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক কিরন শর্মা,ছাত্র ফোরামের সাবেক সাধারণ সম্পাদক রাসেল মির্জা, শফিকুল আলম সবুজ,সভাপতি এমদাদুল হক ইমমন,সিনিয়র সহ সভাপতি মেহেদী হাসান।
কার্যকরী কমিটির মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি আলাউদ্দিন রাফি,সহ সভাপতি মো.হাসান,যুগ্ম সাধারণ সম্পাদক রাকিব হায়দার, অর্থ সম্পাদক আল আমিন,দপ্তর সম্পাদক নাইম,কর্মসংস্থান সম্পাদক জুয়েল রাফি,সদস্য নাজিম উদ্দীন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আরিয়ান রাসেল সহ অনন্যরা।
আগামী ৭ কর্ম দিবসের মধ্যে দাবি আদায় না হলে কঠিন কর্মসূচির হুশিয়ারী দিয়েছেন নেতৃবৃন্দ।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com