1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
চিলাহাটিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শ্রীবরদীতে আর্বির্ভাব হয়েছে ৪ বছরের অলৌকিক শিশু কবিরাজ স্থানান্তরীত হচ্ছে না লংগর পাড়া পুরাতন বাজার,ইজারাকে কেন্দ্র করে শুরু হয়েছে ব্যবসায়িক অস্থিরতা নেছারাবাদ ০৮ বছরের শিশু ধর্ষণের অভিযোগে থানায় মামলা নওগাঁয় ছাত্রীকে ধর্ষণ মামলায় ২ জনের যাবজ্জীবন দোকানে থেকে ফেরার পথে ইলেকট্রনিক মিস্ত্রীর মৃত্যু খুলনার বটিয়াঘাটা নবাগত সাবরেজিষ্ট্রার’র যোগদান, অতঃপর দলিল লেখক সমিতির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা দশমিনা বেতাগী সানকিপুর ইউনিয়নে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেরপুরের সীমান্তে বিপুল পরিমাণে ভারতীয় মদ জব্দ রামপালে আশার মৎস্য চাষি প্রশিক্ষণ অনুষ্ঠিত

শিবগঞ্জের কিচক ভূমি অফিসে ঘুষ ছাড়া মিলেনা সেবা দৌরাত্ম্যে পিয়ন মোস্তা

রবিউল ইসলাম স্টাফ রিপোর্টারঃ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ৩৫ বার পড়া হয়েছে
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়ন ভূমি অফিসে প্রকাশ্যে চলছে ঘুষ লেনদেন। অফিসের পিয়ন মোস্তফার   মাধ্যমেই মূলত এই অবৈধ কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। সেবা নিতে আসা সাধারণ মানুষ চরম হয়রানির শিকার হচ্ছেন এবং বাধ্য হয়ে পিয়নের হাতে টাকা তুলে দিচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ভূমি অফিসের বিভিন্ন কাজের জন্য নির্ধারিত সরকারি ফির বাইরেও অতিরিক্ত অর্থ দাবি করছেন পিয়ন মোস্তা খাজনা দাখিল, নামজারি, জমির পর্চা তোলাসহ যেকোনো ধরনের সেবার জন্য তাকে নির্দিষ্ট অঙ্কের টাকা না দিলে কাজ আটকে থাকে। দিনের পর দিন ঘুরেও কোনো সুরাহা না পেয়ে অবশেষে ভুক্তভোগীরা পিয়নের চাহিদা মেটাতে বাধ্য হচ্ছেন। কিচক বেলাই গ্রামের তাহমিনা অনলাইনে খাজনা দেওয়ার পর ভুমি অফিসে সেবা নিতে গেলে টাকা না দিলে পিয়ন মোস্তা তার কাগজ পত্র ফেলে দেয়। শোলাগাড়ী গ্রামের কৃষক লুৎফর রহমান বলেন, জমি খারিজ করার জন্য ভুমি অফিসে যায় তখন পিয়ন মোস্তা কন্টাক্ট করে ১৭ হাজার টাকা নেয়। দীর্ঘ দিন অপেক্ষার পর নামজারি না হওয়া টাকা ফেরত চাইলে তালবাহানা শুরু করে। পরে এলাকার লোকজন চাপে ৭ হাজার টাকা ফেরত দেয়। ভুক্তভোগী  লুৎফর রহমান দুর্নীতিবাজ পিয়নের বিচার দাবি  করেন। কিচক বাজারের  এক পল্লী চিকিৎসক বলেন, নামজারি ও দলিল তোলার জন্য দালাল হান্নান ও পিয়ন মোস্তা মিলে  ৩৬ হাজার টাকা নেয়।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, পিয়ন মোস্তা সাহেবর বাড়ী একই এলাকায় হওয়ায়  সে প্রভাব খাটিয়ে টাকা ইনকাম মাধ্যম বানিয়ে ফেলেছে কিচক ইউনিয়ন ভুমি অফিসকে। সামান্য একটি কাজ করে নিতেও মোস্তাকে দিতে হয়  ৫০০ থেকে ২০০০ টাকা পর্যন্। টাকা না দিলে ফাইলের পাতাও উল্টানো হয় না। অফিসের অন্য কর্মচারীরাও এই বিষয়ে অবগত থাকলেও রহস্যজনক কারণে তারা নীরব ভূমিকা পালন করছেন।
ভুক্তভোগীরা আরও জানান, ভূমি অফিসের পিয়ন মোস্তা  একাই অফিসের সবকিছু নিয়ন্ত্রণ করছেন এবং নিজের খেয়ালখুশি মতো টাকা আদায় করছেন। এতে করে সাধারণ মানুষ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন এবং চরম আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন। এব্যাপারে অভিযুক্ত পিয়ন মোস্তাফিজার রহমানের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে সে এবিষয়ে  কথা বলতে রাজি হননি।
এবিষয়ে স্থানীয়  কিচক ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আলাউদ্দিন বলেন, দুর্নীতি  কোন স্থান নাই। সে দুর্নীতি করে থাকলে প্রশাসন তার ব্যবস্থা নিবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com