মানিকগঞ্জের সিংগাইরে মাসিক আইন-শৃংখলা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ আগস্ট ) সকাল সাড়ে ১০ টায় উপজেলা সম্মেলন কক্ষে আইন-শৃংখলা সভায় সভাপতিত্ব করেন – উপজেলা নির্বাহী কর্মকর্তা দিপন দেবনাথ।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-সিংগাইর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুশফিকুর রহমান খান হান্নান, সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুল কাইয়ুম খান, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. হাসিমুর রহমান, থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম , উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক মো. সায়েদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান- মো. রমজান আলী, মো. শওকত হোসেন বাদল, ইঞ্জি. মো. শাহাদৎ হোসেন, মোহাম্মদ জাহিদুল ইসলাম ভূঁইয়া, আবুল হোসেন মোল্লা, দেওয়ান রিপন, গাজী কামরুজামান, দেওয়ান জাহানুর।
এ সময় উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান মোসা. শারমিন আক্তার সহ জনপ্রতিনিধি ও উপজেলা পরিষদের বিভিন্ন দফতরের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আইন-শৃংখলা সভায়- থানা এলাকায় ব্যাপকহারে চুরি বৃদ্ধি , মাদকের অবাধ ব্যবহার ও বাল্য বিয়ে রোধে সকলের সার্বিক সহায়তা কামনা করা হয়।