ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ও সিরাজগঞ্জের বেলকুচির কৃতি সন্তান শাহরিয়ার আলম সাম্য (২৫) হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৪ মে) সকালে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে শাহবাগ থানা পুলিশ এ তিনজনকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর। তিনি জানান, গ্রেপ্তারকৃতরা পেশায় ভাসমান হকার এবং মাদকাসক্ত। রাতে তারা মদ ও গাঁজাসেবন করে, নেশাগ্রস্ত অবস্থায় ঘোরাফেরা করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের বিরুদ্ধে সাম্য হত্যাকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। তাদেরকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। এর আগে, মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চের পাশে দুর্বৃত্তের ছুরিকাঘাতে গুরুতর আহত হন সাম্য। তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি তিনি স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতেন। তার বাড়ি সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলায়। এ ঘটনায় সারাদেশে শোকের ছায়া নেমে এসেছে। শিক্ষার্থী, রাজনৈতিক সংগঠন ও এলাকাবাসীর পক্ষ থেকে দ্রুত বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।