চিংড়ি মাছের রেনুপোনা জব্দ করেছে জেলা ডিবি পুলিশ। শনিবার সকালে পিরোজপুর জেলা ডিবি পুলিশের এসআই সমিরন মন্ডলের নেৃতত্বে অভিযান চালিয়ে উপজেলার টগড়া ফেরিঘাটা এলাকা থেকে গলদা ও বাগদা চিংড়ির ১০ লাখ রেনুপোনা ও বহনকারী ২১টি মোটরসাইকেল আটক করেন। তারা ৮৮টি ড্রামে ভরে রেনুপোনাগুলো বরগুনা জেলার পাথরঘাটা থেকে বাগেরহাটে নিয়ে যাচ্ছিল। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তৌফিক আনোয়ার, উপজেলা মৎস্য কর্মকর্তা সৈয়দ নজরুল ইসলাম (অঃ দাঃ) এর উপস্থিতিতে রেনুপোনা ব্যবসায়ী বরগুনা জেলার পাথরঘাটা এলাকার আলী আজিম খানের ছেলে মোঃ সেলিম খান (৪৮) কে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ২১টি মোটরসাইকেলকে ৫০০ টাকা করে জরিমানা প্রদান করেন। জব্দকৃত রেনুপোনাগুলো কচাঁ নদীতে অবমুক্ত করা হয়। তবে রেনুপোনা জব্দ করার ৫ ঘন্টা পর ম্যাজিস্ট্রেট ঘটনা স্থানে আসায় অধিকাংশ রেনুপোনা মারা যায়।
এ বিষয়ে সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তৌফিক আনোয়ার জানান, অবৈধ ভাবে বিক্রির উদ্দেশ্যে রেনুপোনা বহন করার অপরাধে একজনকে ১ মাসের কারাদন্ড এবং ২১টি মোটরসাইকেলকে ৫০০ টাকা করে মোট ১০ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। জব্দকৃত রেনুপোনাগুলো নদীতে অবমুক্ত করা হয়েছে।