চট্টগ্রামের পাহাড়তলী থানা পুলিশ অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার করেছে। জানা যায়,১৭ মে বেলা ১১টায় পাহাড়তলী সরাইপাড়া লোহারপুল এলাকা হতে অজ্ঞাতনামা লাশটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করে পাহাড়তলী থানার অফিসার ইনচার্জ বাবুল আজাদ জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে সকালে অজ্ঞাতনামা লাশটি উদ্ধার করা হয়েছে। লাশটি অর্ধগলিত, লাশের পরিচয় সনাক্তের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।