চুয়াডাঙ্গা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় দর্শনা থানার অফিসার ইনচার্জ জনাব মুহম্মদ শহীদ তিতুমীর এর তত্বাবধানে দর্শনা থানার এসআই (নিঃ) মোঃ মাসুদুর রহমান সঙ্গীয় ফোর্সসহ মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে দর্শনা থানাধীন রামনগর এলাকা হতে পরানপুর গামী একটি ইজিবাইকের মধ্যে হতে ১৭ মে ২০২৫ তারিখ ১২:৩০ ঘটিকায় ধৃত আসামী ১। মোঃ টুটুল মিয়া (২৩), পিতা-মোঃ মওলা বক্স, গ্রাম-হরিশচন্দ্রপুর নতুন গ্রাম এ/পি সাং-চন্ডিপুর হিন্দুপাড়া, ২। মোঃ সাইদুর রহমান (৩৮), পিতা-নুহু নবি গাইন, গ্রাম-ফুলবাড়ী গাইনপাড়া উভয় থানা-দর্শনা, জেলা-চুয়াডাঙ্গাদ্বয়ের হেফাজত হতে অবৈধ মাদকদ্রব্য ১। ০৬কেজি ১২০গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা, মূল্য অনুমান ১,৮৪,০০০/-টাকা, ২। একটি সবুজ রংয়ের ইজিবাইক, মূল্য অনুমান ২,০০,০০০/-টাকা উদ্ধার পূর্বক জব্দ তালিকা মোতাবেক জব্দ করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়।