চাঁপাইনবাবগঞ্জের মসজিদ ভিত্তিক শিশু ও গণ শিক্ষার কার্যক্রম প্রকল্পের শিক্ষক, কেয়ারটেকার কর্মকর্তা-কর্মচারীরা পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে।
শনিবার ১৭ মে সকাল সাড়ে দশটায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের চত্বরে শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের জেলার শিক্ষক, কেয়ারটেকার, কর্মকর্তা কর্মচারী বৃন্দের আয়োজনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি শেষে জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।
এসময় মানববন্ধনে অংশ নেয়া বক্তারা ৫ দফা দাবি তুলে ধরে বক্তব্য প্রদান করেন। দফা গুলো হল ১। জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ হতে প্রকল্প অনুমোদন করতে হবে এবং ঈদুল আযহার পূর্বেই বেতন ভাতা পরিশোধ করতে হবে।২। প্রকল্পের তৃতীয় হতে সপ্তম পর্যায় পর্যন্ত কর্মরত বিদ্যমান জনবল কে রাজস্ব খাত ভুক্ত করতে হবে। ৩। সপ্তম পর্যায প্রকল্পের বিদ্যমান জনগণকে স্বয়ংক্রিয়ভাবে অষ্টম পর্যায় প্রকল্পে স্থানান্তর করতে হবে। ৪। কর্মী ও কেয়ারটেকার দের স্কেল ভুক্ত করতে হবে। ৫। শিক্ষকদের সম্মানী ভাতা বৃদ্ধি করতে হবে।৫দফা
তুলে ধরে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ গোলাম মোস্তফা, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কল্যাণ পরিষদের চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সেক্রেটারি ও জেলা জামায়াতের আমির মাওলানা আবুজার গিফারী, এডভোকেট মাসির আলী, মাওলানা মোঃ ওমর ফারুক, জেলা মডেল মসজিদের খতিব মাওলানা মোঃ মোখতার আলী, শিক্ষক মোঃ ওয়ালিদ হাসান, শিক্ষক আব্দুস সামাদ প্রমুখ।
সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন এর ফিল্ড অফিসার এ বি এম জি কিবরিয়া।