চাঁদপুর জেলার বহুল পরিচিত, এবং সুনামধন্য ও আন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিষ্ঠান বাইতুন নূর তাহফিজুল কোরআন মাদরাসা হাজীগঞ্জ, এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হযরত মাওলানা ক্বারী নাজির আহমদ আন নাছিরি সাহেব (দাঃ বাঃ) যিনি একজন অত্যন্ত ভালো এবং অমায়িক মানুষ, তার সরলতা এবং আতিথিওতায় পূর্ণ চাঁদপুর জেলার অধিকাংশ ওলামায়ে কেরাম মুগ্ধ তারই এক আলোকময় দৃষ্টান্ত এইযে গতো বন্ধের ( ঈদুল ফিতরের বন্ধের সময় ) বাইতুন নূর তাহফিজুল কোরআন মাদরাসার সকল শিক্ষার্থীদের ওয়াদা দেন যে মাদ্রাসা খোলার তারিখে যে সমস্ত বাচ্চারা মাদ্রাসায় উপস্থিত হবে তাদেরকে আনন্দ ভ্রমণে নিয়ে নিয়ে যাওয়া হবে , আলহামদুলিল্লাহ ঈদুল ফিতরের বন্ধের পর যে সকল শিক্ষার্থীরা খোলার তারিখে মাদ্রাসায় উপস্থিত হয়েছেন , তাদের সকলকে নিয়ে হযরতের ওয়াদা অনুযায়ী আজ আজ ১৮/০৫/২০২৫ ইং রোজ রবিবার সকাল ১০ টায় হাজিগঞ্জ রামগঞ্জ সড়কের পাশে অবস্থিত মার্ক ল্যান্ড রিসোর্ট নামক স্পটে ওস্তাদ ছাত্রসহ প্রায় ১৪০ জন শিক্ষার্থীদের নিজ খরচে ভ্রমনের ব্যবস্থা করেন এতে বাচ্চারা এক আনন্দঘন মুহূর্ত পার করে। এবং যারা খোলার তারিখে উপস্থিত হতে পারে নাই তাদেরকে বলা হয়েছে তারা যদি ঈদুল আযহার বন্ধের পর খোলার তারিখে মাদ্রাসায় উপস্থিত হয় তাহলে তাদেরকেও আনন্দ ভ্রমণে নিয়ে যাওয়া হবে । অত্র মাদ্রাসার সুনাম ও সুখ্যাতি বলতে গিয়ে বলতে হয় যে গতো ২০২৪ এবং ২৫ শিক্ষাবর্ষে জোবায়ের আল জামি নামক একজন শিক্ষার্থী হাজিগঞ্জ পাইলট স্কুল এন্ড কলেজে পড়ালেখার পাশাপাশি অত্র প্রতিষ্ঠানে মাত্র সাত মাসে পবিত্র কুরআনুল কারিমের হিফজ সম্পূর্ণ করেন , এছাড়াও ১০ মাস ,এক বৎসর, দুই বৎসরেও অনেক শিক্ষার্থী অত্র প্রতিষ্ঠান থেকে পবিত্র কোরআনুল কারীমের হিফজ সম্পূর্ণ করেছে , গত ১ ই মে ২০২৫ ইং তারিখে অত্র প্রতিষ্ঠানের বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয় উক্ত ওয়াজ ও দোয়ার মাহফিলে একশত হাফেজ ও হাফেজা শিক্ষার্থীকে পাগড়ী এবং হিজাব প্রদান করা হয়, এ সকল ফুলের মত নিষ্পাপ বাচ্চাদের জন্য সকলের নিকট দোয়া চাই আল্লাহ তাআলা যেন অত্র প্রতিষ্ঠানকে এবং অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীকে তার দ্বীনের জন্য কবুল করে নেয়। আমীন।।