রপ্তানীযোগ্য আম উৎপাদন প্রকল্পের আওতায় রংপুরের মিঠাপুকুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে গতকাল রবিবার কৃষি অফিসের সামনে ১২ জন আম চাষির মাঝে আধুনিক প্রযুক্তি ব্যবহার প্রুনিং ব্যাগিং ও বলাই ব্যবস্থাপনা মানসম্মত আম উৎপাদন প্রদর্শনী ব্যাগিং করার জন্য ব্যাগ, ছত্রাকনাশক ঔষধ ও সাইনবোর্ড বিতরণ করা হয়। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ সাইফুল আবেদীন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিতরণী অনুষ্ঠানে বক্তারা বক্তব্যে বলেন, রপ্তানীযোগ্য আম উৎপাদন প্রকল্পের আওতায় আধুনিক প্রযুক্তি ব্যবহার প্রুনিং ব্যাগিং ও বলাই ব্যবস্থাপনা মানসম্মত আম উৎপাদন প্রদর্শনী, আমের ব্যাগিং এর উদেশ্য হলো, উন্নতমানের আম,উজ্জ্বল আম, নিরাপদ আম উৎপাদন করে যাতে দেশের বিভিন্ন স্থানে পাঠানো সহ বিদেশেও রপ্তানি করা যায়।