গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা এলাকায় অবস্থিত একটি চোলাই মদের কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোলাই মদ উদ্ধার করেছে পুলিশ। রবিবার বিকেলে শ্রীপুর থানা পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে তিন ড্রাম চোলাই মদ জব্দ করা হয়। ঘটনাস্থল থেকে রমেশ চন্দ্র বিকাশ নামের একজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট থানার পুলিশ কর্মকর্তারা। শ্রীপুর থানা পুলিশের এক কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায়, মাওনা চৌরাস্তার একটি বাড়ির ভিতরে দীর্ঘদিন ধরে গোপনে চোলাই মদ প্রস্তুত ও সংরক্ষণ করা হচ্ছিল। উদ্ধারকৃত মদ ড্রামে করে রাখা ছিল এবং তা বিক্রির উদ্দেশ্যে প্রস্তুত করা হচ্ছিল। এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “আমাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। সমাজ থেকে মাদক নির্মূল করতে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।” এদিকে এলাকাবাসী পুলিশের এ অভিযানে সন্তোষ প্রকাশ করেছে এবং ভবিষ্যতেও এমন অভিযান চালানোর দাবি জানিয়েছে।