1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ১৯ মে ২০২৫, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
লালমনিরহাট পাটগ্রামে চোরাকারবারীদের হামলায় ২বিজিবি সদস্য আহত রাজশাহীর বেলপুকুরে অজ্ঞাত ব্যাক্তির গলিত লাশ, ঘটানাস্থলে সিআইডি পবিপ্রবিতে প্রথমবারের মতো গবেষণা উৎসব অনুষ্ঠিত নাসিরনগরে র‍্যাব-পুলিশের গভীর রাতের যৌথ অভিযান গ্রেপ্তার ৩ লালমনিরহাটে অটোরিকশা চালক “সোহেল রানা ” বিমান তৈরী করে এলাকাবাসীকে অবাক করেছেন অদৃশ্য কামনা -এস চাঙমা সত্যজিৎ নাগেশ্বরীতে চর উন্নয়ন নিয়ে সাংবাদিক ও এনজিও প্রতিনিধিদের মতবিনিময় ছাত্রদল নেতা সাম্য হত্যার প্রতিবাদে মোহনগঞ্জ উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রদলের প্রতিবাদ সমাবেশ গলাচিপায় সাংবাদিক সহ এলাকাবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শ্রীপুরে পুলিশের অভিযানে চোলাই মদের কারখানা থেকে তিন ড্রাম মদ উদ্ধার, একজন আটক

লালমনিরহাটে অটোরিকশা চালক “সোহেল রানা ” বিমান তৈরী করে এলাকাবাসীকে অবাক করেছেন

মোঃআশরাফুল আলম
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ৪৪ বার পড়া হয়েছে
প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই বিমান তৈরি করে আলোড়ন সৃষ্টি করেছেন লালমনিরহাটের জেলার পাটগ্রাম উপজেলার আংগুরপোতা-দহগ্রাম গুচ্ছগ্রামের অটোরিকশা চালক সোহেল রানা।
 ফোম, ককশিট, সাইকেলের এস্পোক, ফ্যানের মোটর, স্যান্ডেলের সোল, জি আই তারসহ বিভিন্ন জিনিস ব্যবহার করে বিমান তৈরি করে এলাকায় আলোড়ন সৃষ্টি করে করেছেন তিনি।
সোহেল রানা পরপর দুটি বিমান তৈরি করে সফলভাবে উড্ডয়ন ও অবতরণ করেন।
রিমোট কন্ট্রোলের সাহায্যে বিমানটি পরিচালিত হয়। তার তৈরি বিমানটি এক নজর দেখতে প্রতিদিন ভিড় করছেন আশপাশের গ্রামের বাসিন্দারা। তার স্বপ্ন সে বিমানের পাইলট হবেন। কিন্তু তার স্বপ্ন বাঁধা হয়ে দাঁড়িয়েছে অভাব অনটন। তারপরও সবার সহযোগিতা নিয়ে সে পড়াশোনা করে তার স্বপ্ন বাস্তবায়ন করতে চায়।
স্থানীয় সূত্রে জানা যায়, লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বহুল আলোচিত দহগ্রাম-আঙ্গোরপোতার বাংলাদেশ ভূখণ্ডের গুচ্ছগ্রাম বাজারের ইউনুস আলী ও শাহিনুর বেগম দম্পতির ছেলে সোহেল রানা। দুই ভাই দুই বোনের মধ্যে সে দ্বিতীয়। পারিবারিক অসচ্ছলতার কারণে দহগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ২০২৪ সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেন নি সোহেল রানা।
বাবা ইউনুস আলী গ্রামে গ্রামে গিয়ে ফেরি করে বিভিন্ন মালামাল বিক্রি করেন। মা শাহিনুর বেগম গৃহিণী। অভাবের সংসার। একসময় সোহেল রানা পড়াশোনা বাদ দিয়ে এনজিও থেকে ঋণ নিয়ে একটি অটোরিকশা কিনেন। সেই অটোরিকশাটি চালিয়ে ঋণের টাকা পরিশোধ ও সংসারের হাল ধরেন সোহেল রানা।
সোহেল রানা বলেন, ছোট থেকেই বিমান তৈরির স্বপ্ন ছিল তার। ৫ বছর ধরে ইউটিউব ও মানিকগঞ্জের জুলহাসের বিমান তৈরি দেখে আরও প্রচুর ইচ্ছা জাগে। অভাব-অনটনের সংসারে বিমান তৈরির টাকা কোথায় পাবে এ নিয়ে দুশ্চিন্তায় থাকলেও থেমে যায়নি সোহেল রানা। প্রতিদিন অটো চালিয়ে ৫০০ থেকে ৭০০ টাকা উপার্জন হয় তা দিয়ে ঋণের পরিশোধ ও বাকি টাকা দিয়ে সংসার চালায়।
বর্তমানে মাত্র ১৫ হাজার টাকা খরচ করে দৈর্ঘ্য ২১ ইঞ্চি, প্রস্থ ২৮ ইঞ্চি ও ৩৮০ গ্রাম ওজনের বিমান তৈরি করে সফলভাবে উড্ডয়ন ও অবতরণ করেন তিনি। এর আগে ২০২৪ সালে দৈর্ঘ্য ২৮ ইঞ্চি, প্রস্থ ৪২ ইঞ্চি বিমান তৈরি করেন। সেটিতেও সফল হন।
বর্তমানে বিমানটি ১২ থেকে ১৫ মিনিটে এক কিলোমিটার আকাশের উপরে উড়ে প্রায় ১০ কিলোমিটার যেতে পারে। রিচার্জেবল লিপো ব্যাটারির শক্তিতে চালিত বিমানটি রিমোট কন্ট্রোলের মাধ্যমে গতি নিয়ন্ত্রণ করা হয়। এই বিমানটিতে উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্যামেরা লাগালে দুই থেকে তিন কিলোমিটার দূর থেকে অনায়াসে দেখা যাবে।
সোহেল রানা আরও বলেন, আমার স্বপ্ন আমি পড়াশোনা করে পাইলট হবো। এজন্য সরকারি ও বেসরকারি সহযোগিতার প্রয়োজন। বিমান তৈরির কোনো সহযোগিতা পেলে আমি আরও ভালো কিছু করে দেখাতে পারবো” ইনশাআল্লাহ” । পাশাপাশি বিমান তৈরি করে বাংলাদেশের জন্য কাজে লাগাতে চাই।
সোহেল রানার মা শাহিনুর বেগম বলেন, আমরা গরিব মানুষ। অভাব অনটনের কারণে আমার ছেলের পড়াশোনা বন্ধ হয়ে যায়। ছোট থেকে সোহেল রানা বিভিন্ন খেলনা বিমান তৈরি করেছেন। এজন্য আমরা কেউ কখনো  তাহাকে কিছু বলি না।
দহগ্রাম ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য রুনা লায়লা বলেন, ছোট থেকেই সোহেল মেধাবী। আর্থিক কারণে পড়াশোনা বন্ধ হয়ে যায় তার। বর্তমানে সে অটোরিক্সা চালায়। পাশাপাশি বিমান তৈরি করে সবাইকে অবাক করে দিয়েছেন। তার বিমান উড়ানো দেখতে এলাকার শত শত মানুষ ভিড় জমায়।
এ বিষয়ে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমান বলেন, সোহেল রানার এই প্রতিভা দেখে আমরা সন্তুষ্ট। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সোহেল রানাকে সহযোগিতা করার চেষ্টা করা হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com