চাঁপাইনবাবগঞ্জের বারঘরিয়া বাজারে দৃষ্টিনন্দন পার্কের জায়গা অস্থায়ী একসনা বন্দোবস্ত দোকান লাইসেন্স বাতিল করে দোকান ঘর নির্মাণ কাজ বন্ধ করার দাবিতে ব্রীজ চত্বরে প্রায় দুই ঘন্টা সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়।
আজকের এই অবরোধ কর্মসূচিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মোঃ হারুনুর রশিদ এমপি নিজে বিভিন্ন যানবাহন চলাচল বন্ধ করার নির্দেশ দেন। তিনি বর্তমান জেলা প্রশাসনের কড়া সমালোচনা করেন। সে না সদস্যরা দুর্ভোগ এড়ানোর জন্য অবরোধ তুলে দিতে আসলে জনাব হারুন বলেন, আপনারা কেন? জেলা প্রশাসকের উদ্দেশ্যে বলেন উনারাই তো অপকর্ম করেছেন উনারাই আসুন। আমি হারুন এমনি এমনি আসেনি। সবাই বদলি হয়ে গেছেন শুধু এই দুর্নীতিবাজ ইউ এন ও এখনো রয়ে গেছে।ইনিই দুর্নীতির মূলহোতা ।
সকাল ১১ টার এই অবরোধ কর্মসূচিতে বিএনপির নেতা মোঃ নজরুল ইসলাম, তাসেম আলী সহ অন্যান্যরা উপস্থিত থেকে বক্তব্য রাখেন।স্থানীয় নেতা-কর্মী সহ এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।