ময়মনসিংহ সদর উপজেলার নির্বাহী অফিসার হিসাবে আরিফুল ইসলাম প্রিন্স এর যোগদানের পর প্রতিটি এলাকার উন্নয়নমূলক কাজ গুলো সরেজমিনে গিয়ে পরিদর্শন করার সিদ্ধান্ত নিয়েছে।
সরকারী বরাদ্ধকৃত উন্নয়নমূলক কাজ সঠিক ভাবে হচ্ছে কিনা তা খতিয়ে দেখার সিদ্ধান্ত গ্রহন করেছেন। সিদ্ধান্ত বাস্তবায়নে নিয়মিত বিভিন্ন ইউনিয়নে প্রকল্পের কাজের পরিদর্শনে যান ইউএনও আরিফুল ইসলাম প্রিন্স । সেখানে গিয়ে প্রকল্পের কাজের দৃশ্যমান দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেন তিনি।
নিয়মিত পরিদর্শনের অংশ হিসাবে বুধবার সকালে অষ্টধার ও কুষ্টিয়া ইউনিয়নে গিয়ে উপজেলা পরিষদের উন্নয়ন তহবিল এর আওতায় গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক পূতকাজ পরিদর্শন করেন এবং সাধারন শ্রমিকদের কথা বলেন।
এদিকে ইউএন আরিফুল ইসলাম প্রিন্স কুষ্টিয়া ইউনিয়নে প্রকল্পের পরিদর্শন করতে গিয়ে ইউনিয়নের দায়িত্ব প্রাপ্ত প্রশাসক ও উপজেলা আইসিটি কর্মকর্তা হাবিবুল্লাহ কে সাথে নিয়ে তিনি কাজের শ্রমিকদের সাথে সরাসরি কথা বলেন নানা বিষয় নিয়ে আলোচনা করেন এবং প্রকল্পগুলো মাপ যোগ করে সচ্ছতা যাচাই করেন ও প্রাক্কলন অনুযায়ী কাজ বাস্তবায়নে প্রয়োজনীয় নির্দেশনা দেন। একই সাথে শ্রমিকদের কে সঠিক সময় এবং সরকারের বরাদ্ধকৃত টাকা দেয়া হয় কিনা তাও জানতে চায়।
এসময় শ্রমিকরা ইউএনও’র কথার জবাবে তারা বলেন আমাদের অনেকে কাজের আগে অগ্রিম টাকা নিয়ে নেয়। দায়িত্ব প্রাপ্ত প্রশাসক সাহেব বড় মনের মানুষ, ওনার অধিনে কাজ করতে পেরে অনেক খুশি। শ্রমিক এমন কথা শুনে প্রশাসক এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ইউএনও।
এরআগে সকালে তিনি পরিষদের বিভিন্ন কাজের আলাদা আলাদা রেজিস্ট্রার খাতা দেখেও সন্তোষ প্রকাশ করেছেন। এসময় তিনি ইউনিয়ন পরিষদের প্রশাসক ও মেম্বারের খোলামেলা আলোচনা করে জনগনের সেবা দানে নানা ভাবে পরামর্শ দেন। এসময় তার সাথে উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুনসহ ইউনিয়ন পরিষদ প্রশাসক, ইউপি সচিব ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
ইউএনও আরিফুল ইসলাম প্রিন্স বলেন,ময়মনসিংহ সদর উপজেলার প্রতিটি ইউনিয়নে উন্নয়ন মূলক কাজের বিষয় নিয়ে পর্যায়ক্রমে পরিদর্শন করা হবে। জনগনের খোলামেলা কথা বলার চেষ্টা করবো।
প্রতিটি ইউনিয়নের জনপ্রতিনিধিরা যেন সরকারী বরাদ্ধ উন্নয়নমূলক কাজ গুলো সঠিক ভাবে করে তা খতিয়ে দেখা হবে। আমি চাই প্রশাসক/ চেয়ারম্যান মেম্বারগনরা সাধারন জনগনের সাথে মিলে মিশে কাজ করবেন বলে তাদের কাছ থেকে সেই প্রত্যাশা করছি।