বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের আসন্ন নির্বাচনকে ঘিরে সুষ্ঠু ও নিরপেক্ষতা নিয়ে ব্যাপক জনমনে উদ্বেগ দেখা দিয়েছে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে কি না, সে প্রশ্ন তুলছেন সংশ্লিষ্টরা। এই প্রেক্ষাপটে নির্বাচন কমিশনের প্রতিনিধি অ্যাডভোকেট আব্দুল হান্নান মাসুদের সঙ্গে নির্বাচনপ্রার্থী ও শ্রমিক নেতা প্রতিনিধিদল সাক্ষাৎ করেন।সাক্ষাৎকালে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা তাদের উদ্বেগের কথা তুলে ধরে বলেন, নির্বাচনী পরিবেশ এখনো অনুকূল নয়। তারা দাবি জানান, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে জেলা প্রশাসনের পাশাপাশি প্রয়োজনে যৌথবাহিনী নিয়োগ করা হোক। তারা আশঙ্কা প্রকাশ করেন, নির্বাচন সঠিকভাবে অনুষ্ঠিত না হলে শ্রমিকদের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হতে পারে।নির্বাচন কমিশনের প্রতিনিধি অ্যাডভোকেট হান্নান মাসুদ প্রার্থীদের বক্তব্য গুরুত্বের সঙ্গে শোনেন এবং যৌক্তিক দাবিগুলো পূরণের আশ্বাস দেন। তিনি বলেন, কমিশন নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের জন্য সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে।এ সময় আরও উপস্থিত ছিলেন বগুড়া শ্রমিক কল্যাণ ফেডারেশন শহর শাখার সেক্রেটারি অধ্যাপক আনোয়ারুল ইসলাম এবং পরিবহন শ্রমিক ইউনিটের জেলা সভাপতি এজাজ আহমেদ আসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।প্রার্থীদের পক্ষ থেকে দ্রুত নিরাপত্তা ও নির্বাচন পূর্ব প্রস্তুতি নিশ্চিত করার দাবি জানানো হয়।