শরীয়তপুরের গোসারহাটে জমি সংক্রান্ত বিরোদের জেরে প্রতিপক্ষর এক স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত হওয়ার ঘটনা ঘটে ওই নেতার নাম আবুল কাশেম মুতাদ (৪৫)বুধবার ২১ শে মে দুপুরে উপজেলা কুচাইপট্টি ইউনিয়নের শেরু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে ঘটনার সত্যতা নিশ্চিত করেছে শরীয়তপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গোসারহাট সার্কেল) তানভীর হোসেন নিহত আবুল কাশেম মুতাইত ও কুচাইপট্টি ইউনিয়নের চর মাইঝারা এলাকায় নুরুল ইসলাম মুতাইদের ছেলে তিনি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ন সাধারণ সম্পাদক ছিলেন স্থানীয় বাসিন্দারা জানাল আবুল কাশেম মুতাইত পরিবারের সঙ্গে একই এলাকায় কাসেম আলী খান পরিবারের জমি সংক্রান্ত বিরোধ দীর্ঘদিনের বুধবার দুপুরে বিরোধকে কেন্দ্র করে কথা কাটাকাটি একপর্যায়ে আবুল কাশেমের উপর হামলা চালায় কাশেম আলী খার লোকজন এতে তিনি গুরুতর আহত হন পরে দ্রুত উদ্ধার করে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে ঘোষণা করেন মৃত ঘোষণা করেন কর্তব্য তো চিকিৎসক এ বিষয়ে জেলা অতিরিক্ত পুলিশ সুপার (গোসারহাট সার্কেল) তানভীর হোসেন বলেন প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তির নিহত হয়েছেন মরা দেহ সূত্রাহল করা হচ্ছে এ বিষয়ে পরবর্তীতে আইনি পথেকে নেওয়া হবে প্রচারে দৈনিক দেশ বলে টিন ভেদেরগঞ্জ উপজেলা প্রতিনিধি আল আমিন সরদার ৷