চোর চক্রের ০৩ সদস্যকে গ্রেফতার করেছে ভোলা মডেল থানা পুলিশ। এ সময় ৫টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
আটকৃত তোরা হলেন মোঃশাকিল (৩০),মোঃশুভ (২৩),মোঃওয়াসিম (২১)।
মঙ্গলবার (২০ মে ) রাতে ভোলা ভেদুরিয়া ইউনিয়নের ব্যাংকের হাট বাজারস্হ মডেল মসজিদের বিপরীতে আক্তার গ্যারেজ ও রামগঞ্জ বাজার সংলগ্ন সহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে চোরাই মোটরসাইকেল সহ তাদের আটক করা হয়।
বুধবার (২১ মে) দুপুরে ভোলা সদর মডেল থানা প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন ভোলার অতিরিক্ত পুলিশ সুপার সোহান সরকার।
তিনি বলেন, গোপন সংবাদ এর ভিত্তিতে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাদের ৩ জনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৫টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। তারা সকলে চোরাই মোটরসাইকেলের ক্রয়- বিক্রয়ের সঙ্গে জড়িত। তাদের অন্যান্য সহযোগীদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।
তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।