রংপুরের পীরগঞ্জ পৌরসভার নগর মাতৃসদন স্বাস্থ্য কেন্দ্রে দিনব্যাপী স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রকল্প-২ পর্যায় পীরগঞ্জ পৌরসভার বাস্তবায়নে ও উন্নয়ন সংস্থার পরিচালনায় নগর স্বাস্থ্যকেন্দ্র ও নগর মাতৃসদনের পক্ষ থেকে এই সেবা ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ২১মে বুধবার সকাল ৯ টা হইতে দিনব্যাপী স্বাস্থ্য সেবা ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক পীরগঞ্জ পৌরসভা খাদিজা বেগম ।তিনি নগর মাতৃসদন পরিচালনা পর্ষদ ও চিকিৎসা সেবাসমূহ পরিদর্শন করেন। এ সময় তিনি বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন । পরিদর্শন কালে সঙ্গে ছিলেন, আব্দুর রহিম প্রামানিক, পৌর নির্বাহী কর্মকর্তা ও রিয়াজ উদ্দিন আহমেদ,প্রকল্প ব্যবস্থাপক সহ গাইনী বিশেষজ্ঞ ডাক্তার, ক্লিনিক ম্যানেজার, পরিবার পরিকল্পনা সমন্বয়কারী, মেডিকেল অফিসার ও কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। পরিদর্শন শেষে প্রকল্প সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও কর্মচারীদের উন্নত সেবা প্রদানের জন্য প্রশংসা করেন। দিনব্যাপী স্বাস্থ্য সেবা ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে চিকিৎসা প্রদান করেন গাইনি ডাঃ মমতাজ বেগম সহ আরো ৪ জন এমবিবিএস । এ সময় সেবা গ্রহীতা একাধিক রোগী বলেন, আমরা ফ্রি-তে চিকিৎসা পত্র ও স্বল্প খরচে পরীক্ষা নিরীক্ষা করতে পেরেছি ।এবং ঔষধ ক্রয়ও বড় ধরনের ছাড় পেয়েছি।কম মূল্যে ঔষধ কিনতে পেরে খুশি হয়েছি। এজন্য মাতৃসদন স্বাস্থ্য কেন্দ্রের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই । এবং ভবিষ্যতেও এমন জন কল্যাণমূলক উদ্যোগ নেওয়ার জন্য দাবি করছি । এ সময় উপস্থিত জনতা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের আয়োজকদের ভূয়সি প্রশংসা করেন । উল্লেখ্য যে, নগর মাতৃসদন স্বাস্থ্য কেন্দ্রে কম খরচে নরমাল ও সিজারিয়ান অপারেশন সহ সকল রোগের চিকিৎসা ও স্বল্প মূল্যে পরীক্ষা-নিরীক্ষা করা হয় বলে জানা গেছে ।