২০মে মংগলবার,সকালের দিকে গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের তাজনগর গ্রামে রুম্মান মিয়া লিমন (২২) নামের এক নব বিবাহিত যুবক বিয়ের মাত্র ১৪ দিনের মাথায় বজ্রপাতে প্রাণ হারালেন। তাজনগর এলাকার একটি কৃষি মাঠে এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।
নিহত যুবক তাজনগর পশ্চিমপাড়া গ্রামের হবিবর রহমানের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, সদ্য বিবাহিত লিমন ছিলেন স্থানীয় ওয়ার্ড জামায়াতে ইসলামীর পাঠাগার ও সাহিত্য বিষয়ক সম্পাদক।
পরিবার ও স্থানীয়রা জানান, মাত্র ১৪ দিন আগে ধুমধাম করে লিমনের বিয়ে হয়। জীবনের নতুন অধ্যায় শুরুর আনন্দে কাটছিল দিনগুলো। তবে মঙ্গলবার সকালে তিনি নববধূকে ঘরে রেখে বাবা-মায়ের সঙ্গে জমিতে বরবটি তুলতে যান।
সেই সময় আকাশে হঠাৎ মেঘ জমে বৃষ্টি শুরু হলে তারা পাশের একটি (সেচ) মেশিন ঘরে আশ্রয় নেন। কিন্তু সেখানেই বজ্রপাত হলে ঘটনাস্থলেই মৃত্যু হয় লিমনের।
ইদিলপুর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ড সদস্য মোকলেছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ; নতুন বউ রেখে লিমনের এমন মৃত্যু শুধু পরিবার নয়, পুরো গ্রামবাসীর জন্যই গভীর দূঃখ ও বেদনার। তাই আমরা পুরো এলাকাবাসি শোকে মর্মাহত।