চুয়াডাঙ্গা জেলার জয়রামপুরস্টেশনর অদূরে চলন্ত ট্রেন থেকে পড়ে একজনেরমত্যু হয়েছে।মৃত গফফার আলী(৩৫) জিবননগর উপজেলার সেনেরহুদা গ্রামের জিন্নাত আলীর ছেলে।
আজ বুধবার ২১শে মে বিকাল ৫.০০ টার দিকে দামুরহুদা উপজেলার জয়রামপুর রেল স্টেশনের অদূরে আখ সেন্টারের কাছে চলন্ত আন্তঃনগর ডাউন কপোতাক্ষ ট্রেন থেকে লাফ দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীর থেকে জানা যায়,গফফার চুয়াডাঙ্গা পানি উন্নয়ন বোর্ডে চাকুরি করেন।প্রতিদিনের ন্যায় অফিস শেষে ডাউন কপতাক্ষ এক্সপ্রেস ট্রেনে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দেন।পথিমধ্যে জয়রামপুর স্টেশনের অদূরে চলন্ত ট্রেন থেকে লাফিয়ে নামতে গেলে ঘটনাস্থলে তার মৃত হয়।
চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক এস আই জগদীশ চন্দ্র বসু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,মৃত্যর পরিবারের কেউ এখোনো যোগাযোগ করেননি।পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না করা হলে লাশের সুরতহাল প্রতিবেদন শেষে মরাদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।