জামালপুরের মাদারগঞ্জে বকনা বাছুর বিতরণ করা হয়েছে। ২০২৪-২০২৫ অর্থ বছরে মৎস্য অধিদপ্তরের আওতাধীন ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জেলেদের বিকল্প কর্মসংস্থানের জন্য বকনা বাছুর বিতরণ করা হয়। মাদারগঞ্জ পৌরসভা ও ৭ টি ইউনিয়নে মোট ১৬ টি বকনা বাছুর ১৬ জন জেলের মাঝে বিতরণ করা হয়। প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা মৎস্য অফিসার আ ন ম আশরাফুল কবীর। সভাপতিত্ব করেন মাদারগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নাদির শাহ । বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মোহাইমিনুল ইসলাম তুষার। সঞ্চালনায় উপজেলা মৎস্য অফিসার তাহমিনা খাতুন। এ সময় প্রকল্প প্রতিনিধি আব্দুর রাজ্জাক মোল্লা সহ মৎস্য অফিসের কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।