জাতীয় পর্যায়ের চাকরির সবচেয়ে বড় আয়োজন নিয়ে নিটার ক্যারিয়ার ক্লাব আয়োজন করলো “ন্যাশনাল জব ফেস্ট ২০২৫”। বৃহস্পতিবার সকাল ১১টায় বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে সাভারের নিটার ক্যাম্পাসে শুরু হয় এই কর্মসংস্থান উৎসব। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুটেক্স-এর মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মোঃ জুলহাজ উদ্দিন। সভাপতিত্ব করেন নিটার-এর সম্মানিত পরিচালক প্রফেসর ড. আশেকুল আলম রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিটিএমএ-এর পরিচালক মোঃ খোরশেদ আলম এবং সেক্রেটারি জেনারেল ব্রিগেডিয়ার মোঃ জাকির হোসেন (অব.)। জব ফেস্টে দেশের বিভিন্ন খাতের শীর্ষস্থানীয় কোম্পানি ও প্রতিষ্ঠানসমূহ অংশগ্রহণ করে, যা কর্মসংস্থানের এক অনন্য প্ল্যাটফর্মে রূপ নেয়। চাকরি প্রত্যাশীরা পেয়েছেন বিভিন্ন সেক্টরের অসংখ্য চাকরির সুযোগ, কোম্পানি প্রতিনিধিদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুবিধা এবং গুরুত্বপূর্ণ নেটওয়ার্কিং-এর সুযোগ। আয়োজনে ছিল ইন্ডাস্ট্রি বিশেষজ্ঞদের অংশগ্রহণে সেমিনার, ওয়ার্কশপ এবং প্যানেল ডিসকাশন। মক ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরি প্রত্যাশীরা ইন্টারভিউ প্রস্তুতির অনুশীলনের সুযোগ পান, পাশাপাশি পেশাদার ক্যারিয়ার কাউন্সিলরদের মাধ্যমে সিভি রিভিউয়ের সুযোগও প্রদান করা হয়। এই আয়োজন শুধু একটি চাকরির মেলা নয়; বরং এটি ছিল একটি পূর্ণাঙ্গ ক্যারিয়ার ডেভেলপমেন্ট প্রোগ্রাম, যেখানে অংশগ্রহণকারীরা পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি ক্যারিয়ার পরিকল্পনার বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছেন। উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীরা নিটার ক্যারিয়ার ক্লাবের এ উদ্যোগকে শিক্ষার্থী ও তরুণ চাকরি প্রত্যাশীদের জন্য সময়োপযোগী এবং প্রশংসনীয় বলে মন্তব্য করেন।