জামালপুরের বকশীগঞ্জে ও চার দফা দাবিতে মানববন্ধন করেছে ঔষুধ ব্যবসায়ীরা। বৃহস্পতিবার (২২ মে) সকালে বকশিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি, বকশিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সমিতির সভাপতি মোঃ খোকনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দসহ অনেকে। বক্তারা বলেন, “দীর্ঘদিন ধরে ঔষুধ ব্যবসায়ীরা বৈধভাবে ব্যবসা করে এলেও নানা সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। আমাদের ন্যায্য দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবো।”
বক্তারা তাদের চার দফা দাবির মধ্যে উল্লেখ করেন—
১. ঔষুধ বিক্রয়ে কমিশন বৃদ্ধি
২. মেয়াদোত্তীর্ণ ঔষুধ ফেরত নেওয়ার বাধ্যবাধকতা
৩. লাইসেন্সবিহীন ফার্মেসিতে ঔষুধ কোম্পানিগুলোর পণ্য সরবরাহ বন্ধ
৪. সরকার কর্তৃক ঔষুধের মূল্য নির্ধারণ
তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি দাবি বাস্তবায়ন না হয়, তাহলে সারাদেশে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।”
মানববন্ধনে জামালপুর জেলা বকশিগঞ্জ জেলার সকল বৈধ ঔষুধ ব্যবসায়ী, ফার্মাসি মালিক ও কর্মীরা একত্রিত হয়ে অংশগ্রহণ করেন। সংগঠনের নেতারা সরকারের প্রতি দ্রুত দাবিগুলো মেনে নেওয়ার আহ্বান জানান।