দারিয়াকান্দি হাইওয়ে রোডের থেকে কুলিয়ারচর উপজেলার, এই রোডের মাঝখানে বেস কিছু অংশের মারাত্মক ভাংগার কারণে, জনসাধারণের পোহাতে হচ্ছে নানান দুর্ভোগ। সবচেয়ে বেশি ভোগান্তি ও কষ্ট পোহাতে হচ্ছে, কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গ্রামী রোগীদের। শুধু রোগী নয়, যাতায়াত করা রিক্সা, সিএনজি, বিভাটেক, সাইকেল, মটর সাইকেল গুলো ও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই রোড দিয়ে প্রতিদিন হাজারো হাজার লোক যাতায়াত করে। এই রোডের ভাঙচুর অতিক্রম করে যেতে হয় কুলিয়ারচ থানা, কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, কুলিয়ারচর বাজার, কুলিয়ারচর পোস্ট অফিস, প্রেসক্লাব, আনসার ভিডিপি কার্যালয়, সিনেমা হল, কৃষি অফিস, স্কুল, কলেজ, নির্বাচন কমিশন কার্যালয়, সহ উপজেলার সকল কার্যালয় গুলোতে। এই ভাঙ্গার কারণেই সাধারণ জনগণ হয়ে যাচ্ছে রোগী। যেকোনো বড় ধরনের দুর্ঘটনা এড়াতে, অতিদ্রুত রাস্তা মেরামত করা উচিত। জনসাধারণের একটাই দাবি, যত তাড়াতাড়ি সম্ভব রাস্তা মেরামত করা হোক।