কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায় অনলাইন ভিত্তিক কম্পিউটারের দোকান গুলোতে ভোক্তা অধিকার আইনে অভিযান পরিচালনা করা হয়।
বৃহস্পতিবার ২২ মে দুপুরে রাজারহাট উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আশাদুল হক এই অভিযান পরিচালনা করেন। এসময় তিনি দোকানগুলোতে জমির অনলাইনে আবেদন নির্ভুল করা ও আবেদনকারীর নিকট হতে অধিক মূল্য না নেওয়ার পরামর্শ দেন। তিনি আরও সতর্ক করেন যে, কিছু অসাধু ব্যবসায়ী জমির নকল কাগজ তৈরি করে তাতে ভূমি কর্মকর্তার সিল ও স্বাক্ষর নকল করে প্রতারনা করছে। ব্যবসায়ীদের এরকম কার্যকলাপ থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। অন্যথায় তাদেরকে আইন জালিয়াতির দণ্ডে দন্ডিত হতে হবে। এসময় ভোক্তা অধিকার নিশ্চিত করতে দোকানগুলোতে মূল্য তালিকা ঝুলিয়ে রাখার পরামর্শও দেন এই কর্মকর্তা।