বি এন পি নেতা আবু কালাম কোম্পানির বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার তীব্র নিন্দা ওপ্রতিবাদ জানিয়েছেন তিনি৷ তিনি ব্যবসায়ী সমিতির একজন নেতা।এছাড়া বি এন পির একজন নেতা। দুংখ প্রকাশ করে বলেন যুবদল নেতা পরিচয় দিয়ে গিয়াসউদ্দিন প্রায় ১৫ একর জমি জবর দখল করে মাটি বিক্রি করে দিয়েছে। এ অপকর্মের প্রতিবাদ করায় সে এবং তার সহযোগীরা কালাম কোম্পানির বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার করছেন।তিমি দাবী করেন শুধু অপপ্রচার নয়,তাকে হত্যার হুমকি ও দিচ্ছেন। তিনি দাবী করেন গিয়াস উদ্দিনের পিতার সঙ্গে ভুইয়স বাজার বনিক সমিতির সদস্য নির্বাচিত হন।বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে তিনি রাজপথে রাজনৈতিক কর্মসুচি পালন করার কারণে ১০- ১২ টি রাজনৈতিক মামলার আসামী করা হয়েছে।একাধিক ভার জেল ও খেটেছেন।কিন্ত গিয়াস উদ্দিন একটি মামলাও হয়নি।তিনি যুবদল, বিএনপি সহ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।আবুল কালাম কোম্পানি চরচান্দিয়া ইউনিয়নের কৃতিসন্তান।সোনাগাজী বাজার বণিক সমিতির দপ্তর সম্পাদক। বড় মাঝি বাডি সমাজ কিমিটির সহসভাপতি। চরচান্দিয়া ইউনিয়ন শ্রমিক দলের সাবেক সভাপতি, উপজেলা বিএনপির সদস্য, ভুইয়া বাজার বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও মেসার্স কালাম টেড্রাস এর স্বাধিকাী হিসাবে দায়িত্ব পালন করছেন।তিনি প্রেস বিফ্রিংয়ে তার ওপর জুলুন ও অত্যাচারের সুষ্ঠু বিচার দাবী করেন।