বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের চট্টগ্রাম উত্তর -দক্ষিণ শাখার আওতাধীন বাড়বকুণ্ড উপ-শাখার শ্রমিক কর্মচারীরা বিভিন্ন দাবি আদায়ে বিক্ষোভ সমাবেশ এবং মিছিল করেন। আজ ২১ শে মে রোজ বুধবার সকাল ১১ ঘটিকায় এই সমাবেশ এবং মিছিল অনুষ্ঠিত হয়।উক্ত বিক্ষোভ সমাবেশে বাড়বকুণ্ডে বিদ্যুত অফিসে কর্মরত বিভিন্ন নির্যাতিত ও বঞ্চিত কর্মচারীরা তাদের ক্ষোভ জানান এবং বিভিন্ন দাবি দাওয়া সরকারকে লিখিতভাবে জানান।বিক্ষোভ সমাবেশে উপস্থিত বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন এর সদস্য মো:আহসান উল্ল্যাহ জানান, বিগত স্বৈরাচার সরকার আমলে আমরা আমাদের ন্যায্যা অধিকার থেকে বঞ্চিত হয়েছি ও প্রতিটা ক্ষেত্রে আমাদেরকে শোষন করা হয়েছে।আমাদের দাবি গুলো খুবই স্পষ্ট এবং গ্রহনযোগ্য, এই দাবিগুলোর মধ্যে -পবিত্র ঈদুল আজহার পুর্বে এপিএ বোনাস প্রদান,যে সমস্ত ও.টি ও টি.এ বিল আছে তা পরিশোধ করা,ছুটি নগদায়ন পূর্বের ন্যায় করতে হবে,চিহ্নিত দুর্নীতিবাজ ও স্বেরাচারী দোসরদের দ্রুত গ্রেফতার,নেতা কর্মীদের নামে মিথ্যা ও হয়রানি মুলক মামলা প্রত্যাহার,হয়রানি মুলক বদলী বন্ধ ও বাতিল করতে হবে,সার্ভিস রুল সংক্রান্ত জটিলতা নিরসন,শূন্য পদে নিয়োগ প্রদান, পোষ্য কোটায় অস্থায়ী নিয়োগকৃত শ্রমিকদের দ্রুত নিয়োগ প্রদানসহ বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেন।।সমাবেশে রিটন,আবু সাইদ,নির্মল দাস,রোকন উদ্দিন সহ আরো অনেকে বক্তব্য দেন।তাদের এই সকল দাবি দাওয়া গুলো খুবই যুক্তিক এবং গ্রহণ যোগ্য বলে বক্তারা বক্তব্য দেন। সরকার যেন দ্রুত তাদের দাবি গুলো বাস্তবায়ন করে। বিক্ষোভ সমাবেশ শেষে অফিস সংলগ্ন এলাকার সংক্ষিপ্ত মিছিল করেন।পরে বাড়বকুণ্ড পিডিপি অফিসের নির্বাহী প্রকৌশলী কর্মকর্তা জনাব রিয়াজুল হকের কাছে স্মারক লিপি প্রদান করেন। প্রকৌশলী কর্মকর্তা রিয়াজুল হক জানান, তারা তাদের দাবি গুলো লিখিত আকারে পেশ করেছেন,আমি আমার উর্দ্বতন কর্তৃপক্ষ কে ব্যাপারটা অবহিত করবো।