খুলনার কয়রা উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা শনিবার (২৪ মে) অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুলী বিশ্বাসের সভাপতিত্বে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে কারিতাসের ডিআরআরসিসিএ প্রকল্পের সহযোগিতায় এই সভা অনুষ্ঠিত হয়। দুর্যোগের আগাম প্রস্তুতি, দুর্যোগকালীন করণীয় এবং দুর্যোগ-পরবর্তী কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় বক্তারা দুর্যোগ মোকাবিলায় সমন্বিত উদ্যোগ এবং আগাম প্রস্তুতির ওপর গুরুত্বারোপ করেন। উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার, শিক্ষা কর্মকর্তা তপন কুমার, জনস্বাস্থ্য প্রকৌশলী ইস্তিয়াক আহমেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মনিরুজ্জামান, উপজেলা ফায়ার সার্ভিসের টিম লিডার মো. আ. সালাম এবং কারিতাসের ফিল্ড অফিসার মো. মিজানুর রহমান ও মিল্টন মন্ডল আলোচনায় অংশ নেন। এছাড়াও এনজিও প্রতিনিধি আতাউর রহমান, মোস্তাক মাহমুদ, এস এম এ মজিদ প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন এবং দুর্যোগ মোকাবিলায় বিভিন্ন প্রস্তাবনা ও পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। এই সভার মূল লক্ষ্য ছিল কয়রার ভৌগোলিক অবস্থান বিবেচনা করে দুর্যোগের ঝুঁকি কমানো এবং দুর্যোগকালীন সময়ে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য একটি সুসংগঠিত কাঠামো তৈরি করা।