1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ২৫ মে ২০২৫, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চন্দনাইশে পুলিশের বিশেষ অভিযানে ৭ আসামি গ্রেফতার নিয়ামতপুর রসুলপুর ইউনিয়নে উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত রৌমারীতে পুলিশের অভিযানে ৫২ পিস ইয়াবাসহ যুবক আটক, থানায় মামলা প্রস্তুত সোনারগাঁয়ে ঈদ-উল-আযহা উপলক্ষে ১৩টি অস্থায়ী পশুর হাটের জন্য ইজারা দরপত্র আহ্বান পরিবেশ ধ্বংসের দায়ে সাতকানিয়ায় অভিযান পরিচালনায় দুই ইটভাটাকে ২ লক্ষ টাকা জরিমানা কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পরিচয় মিললো ৮দিন বয়সের শিশুটির কয়েকদিন টানা বৃষ্টিতে ডুবে গেছে ফসলি জমি, দিশেহারা কৃষক স্কুল পরিচালনায় অনিয়মের অভিযোগ, প্রধান শিক্ষকের দাবি ভিত্তিহীন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সড়ক দূর্ঘটনা সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের বার্ষিক সভায় গঠিত হলো এক্স-ক্যাপ ২০২৫ কার্যনির্বাহী কমিটি)

ডিন’স অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৫ শিক্ষার্থী

সাব্বির আহমেদ
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ২০০ বার পড়া হয়েছে
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) স্নাতক ২০১৮-১৯ শিক্ষাবর্ষে সর্বোচ্চ ফলাফলের ভিত্তিতে আটটি অনুষদের ৩৫ জন শিক্ষার্থীকে ডিন’স অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। শনিবার (২৪ মে) বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ডিন’স কমিটির সভাপতি ও আহ্বায়ক থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. আ.ব.ম ছিদ্দিকুর রহমান আশ্রাফীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এসময় সকল অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের সভাপতি ও শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন, থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের মোহাম্মদ জালাল উদ্দিন, আনোয়ারুল কবির ও আবদুল আহাদ, আল-হাদীস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের আজম আহমেদ, নোমান ইবনে খায়ের, মাসুম বিল্লাহ, জানে আলম, রাসেল আহমেদ শাহীন ও আহমাদ উল্লাহ। কলা অনুষদের আরবী ভাষা ও সাহিত্য বিভাগের শিহাব উদ্দিন, শহীদুল ইসলাম ও আব্দুল কাইয়ুম।
সামাজিক বিজ্ঞান অনুষদের অর্থনীতি বিভাগের ইমরুল কায়েস, সুমাইয়া আফরিন ও ডেভলপমেন্ট স্টাডিজ বিভাগের আবু জাহিদ রায়হান। আইন অনুষদের ল’ অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের তাহমিদ হাসান, নাহিদ হাসান জয় ও রেদোয়ানুল ইসলাম।
ব্যবসায় প্রশাসন অনুষদের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের মুশফিকা খানম, তাসনিম আরা, আঁখি খাতুন ও আলামিন। বিজ্ঞান অনুষদের গণিত বিভাগের মশা রাবেয়া খাতুন, জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট বিভাগের রুবাইয়াতুল ইসলাম জেরিন, ফারিয়া ইসলাম, পরিসংখ্যান বিভাগের ওমর ফারুক ও লতিফুর রহমান।
প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শামীম সরকার, শাফিকুর রহমান ফাহিম, ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের রুবাইয়া হাসনা এবং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের মারুফা ইয়াসমিন মিশু। জীববিজ্ঞান অনুষদের বিজ্ঞান অনুষদের ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের বুলবুল সৈকত, বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের মাহদী হাসান সজল, ফার্মেসী বিভাগের খাদিজাতুল সিমরান এবং সুরমা পারভীন।
প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মনজুরুল হকের সঞ্চালনায় অধ্যাপক ড.আ.ব.ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী বলেন, ‘অনুষ্ঠানে স্বাভাবিক পরিস্থিতিতে সম্পন্ন হয়েছে। বিভিন্ন বিভাগ ও অনুষদে একক-যৌথভাবে ৩৫ জন শিক্ষার্থীকে ডিন’স অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। পাশাপাশি তাদেরকে সার্টিফিকেট, মেডেল ও আর্থিক কিছু সম্মাননা দেওয়া হয়েছে।’
উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ‘আমি প্রথমেই অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানাই। আজকের অর্জন তোমাদের প্রজেষ্টারই ফল, মানুষ যতটুকু চেষ্টা করে সে ততটুকুই ফল পায়। তোমাদের সিভিতে আজকে থেকে একটি নতুন স্টার যুক্ত হলো। তোমরা যে যোগ্যতার ভিত্তিতে অ্যাওয়ার্ড পেয়ছো যেই যোগ্যতা প্রতিফলন তোমাদের কর্মক্ষেত্রে ঘটবে। তোমরা ভবিষ্যতে আরো উজ্জ্বলতার স্বাক্ষর রাখবে এটাই প্রত্যাশা।’
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com